Header Ads

বিজেপি বাঙালি বিরোধী, বিটিসি নির্বাচনে বাঙালিরা বিজেপিকে ভোট দেবে না : প্রদীপ দত্ত রায়

শিলচরঃ বিজেপি বাঙালি বিরোধী, বিটিসি নির্বাচনে বাঙালিরা বিজেপিকে ভোট দেবে না বলে এক বিবৃতিতে প্রদীপ দত্ত রায় জানিয়েছেন, বোড়োল্যান্ড নির্বাচনে এবার আর বিজেপিকে কোন বাঙালি ভোট দেবে না । কারণ বিজেপি হচ্ছে বাঙালি বিরোধী দল । তাছাড়া বাঙ্গালীদের সঙ্গে বড়োদের একটা  সম্পর্ক রয়েছে । সম্পর্কটা আজকের নয় । ১৯৮৭ সালে আসাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলন চলাকালীন বড়োল্যান্ডের ছাত্রনেতা উপেন ব্রহ্মের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল আকসার ।সেই সময় যৌথ সিদ্ধান্ত হয়েছিল আমরা বড়োল্যান্ড কাউন্সিলকে সমর্থন করবো আর তারা বরাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনে সমর্থন জানাবে । সেই অনুযায়ী কাজ হয়েছিল ।এরপর থেকে উপেন ব্রহ্মের আমার বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে । আর সেই থেকে বড়োল্যান্ডের বাঙালিরা নিরাপদে বসবাস করে আসছেন । আজ পর্যন্ত বোড়োল্যান্ড কোন বাঙালি হেনস্থা বা অত্যাচারিত হয়েছে তার কোনো খবর পাওয়া যায়নি ।তাই সমস্ত বাঙালিদের কাছে অনুরোধ করছি বিটিসি নির্বাচনে একটি ভোটও বিজেপিকে দিয়ে নষ্ট করবেন না । বোড়োল্যান্ড এ যে স্থানীয় দল রয়েছে তাদেরকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি । কারণ বিজেপির চক্রান্ত করে গোটা বড়োল্যান্ড কে দখল করতে চাইছে । তারা জাতীয় মূল স্রোতের সঙ্গে বড়োল্যান্ডে এলাকার অস্তিত্ব বিনষ্ট করতে চাইছে । তাই বড়োদের এখন সাবধান হওয়ার সময় এসেছে । কোন অবস্থায় বিজেপিকে একটি ভোটও দেবেন না আপনারা । কারণ বিজেপি হচ্ছে বাঙালি বিরোধী দল । সেটা বারবার প্রমাণিত হয়েছে ।এবং আসাম সরকার বাঙ্গালীদের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে ।বরাক উপত্যকায়  ১৯৬১ সালে ভাষা আন্দোলনে যে ১১ জন শহীদ হয়েছিলেন তাদের স্মৃতিতে ভাষাশহীদ স্টেশন নামাকরণ এর জন্য কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দেওয়ার পরও রাজ্য সরকার তা আটকে দিয়েছে । এছাড়া কোন বাঙ্গালীদের সরকারি চাকরি হচ্ছে না । সম্প্রতি ৫ হাজার টেট শিক্ষক নিযুক্ত হয়েছে , বরাক উপত্যকা থেকে পেয়েছে মাত্র ২৫ জন । স্বাস্থ্য বিভাগে ৩০০ জন নার্স নিযুক্ত হয়েছে , বরাক উপত্যকা থেকে একজনও পায়নি । কৃষি বিভাগের ১৬৭ জন নিযুক্ত হয়েছে বরাকে একজনও পায়নি । এই বিজেপি সরকারের আমলে বাঙালিদের সঙ্গে বঞ্চনার ইতিহাস সৃষ্টি হয়ে গেছে ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দেবেন । কিন্তু ডিটেনশন ক্যাম্প গুঁড়িয়ে দেওয়া তো দূরের কথা কেন্দ্রীয় সরকারের টাকায় অসমে আরো নতুন নতুন করে ডিটেনশন ক্যাম্প গড়ে উঠছে ।এছাড়া প্রতিশ্রুতি দিয়েছিলেন অসমের দুটি পেপার মিল চালু করে দেবেন কিন্তু আজও তা চালু হয়নি । অটল বিহারি বাজপেয়ির স্বপ্ন মহাসড়কের কাজ আজ পর্যন্ত শেষ হয়নি । বিভিন্নভাবে বাঙ্গালীদের সঙ্গে বঞ্চনা করে যাচ্ছে বিজেপি ।তাই বোড়োল্যান্ড এলাকার সমস্ত বাঙ্গালীদের অনুরোধ রাখছি বিজেপিতে যাতে ভোট না দেওয়ায় জন্য ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.