রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাতৃ সম্মেলন বদরপুরে
সুব্রত দাস, বদরপুর : আজ বদরপুরে সমস্ত জেলার সাথে তাল মিলিয়ে বদরপুর নগর কার্য্যলয়ে এক মাতৃ সম্মেলনের আয়োজন করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বদরপুর নগরের কার্যকর্তারা।এই সম্মেলনে মূখ্য অতিথি রূপে ছিলেন দক্ষিণ আসাম প্রান্তের বীরঙ্গনা বাহিনী প্রমূখ নন্দা দে।প্রথমে একক গীত এবং ভারতমাতা পুষ্পাঞ্জলির মাধ্যমে সম্মেলন শুরু হয়।তারপর দক্ষিণ আসাম প্রান্তের বীরঙ্গনা বাহিনী প্রমূখ নন্দা দে বক্তব্য মাধ্যমে তিনি বলেন এই দেশে জন্মগ্রহন করেছেন ঝাঁসির রানি,কল্পনা চাওলার মহিয়সীরা।এ প্রসঙ্গে বলেন,মাতৃ জাতিকে সন্মান দেওয়া ভারতের পরম্পরা।এই পরম্পরা হিন্দু জাতির মজ্জায়।তবে তিনি এ-ও বলেছেন,সম্প্রতিককালে কিছু অশুভ শক্তির বলে নারীরা অসুরক্ষিত হয়ে পড়েছেন।এই অশুভ শক্তির সকলকে লড়তে হবে।এ ব্যাপারে সমাজকে অবশ্যই সজাগ হতে হবে এবং এর দায়িত্ব কেবল মাতৃ জাতির উপর বর্তায় না।এই দায়িত্ব নিতে হবে পুরুষদেরও।তিনি আরও বলেন এসব অপকর্ম থেকে সমাজ তথা দেশকে রক্ষা করতে হলে সর্বাগ্রে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করা,বৌদ্ধিক বিকাশের দরকার।এক্ষেত্রে মাতৃ শক্তির যোগদান কাম্য।এবং তিনি বলেন এই সব সমস্যার সমাধানের একমাত্র উপায় হিন্দু সমাজকে জাগ্রত করা।অন্যদিকে এই সম্মেলনে উপস্থিত ছিলেন বদরপুর নগর কার্যবাহ এস দাস,বিশ্ববরণ বড়ুয়া,নগর সেবা প্রমূখ মিঠুন সরকার,সনু কুর্মী,রাখাল মালাকার প্রমূখ।
কোন মন্তব্য নেই