Header Ads

সাংবাদিকদের এককালীন অনুদান,ফেলোশিপ


নয়া ঠাহর গুয়াহাটি: নির্বাচনের আগে অসম সরকার সংবাদিকদের  প্রতি উদার, 20 জন সাংবাদিককে 50 হাজার  টাকা করে এককালিন অনুদান ঘোষণার পর 20 জন  সাংবাদিক কে অসম সরকার ফেলোশিপ  দেওয়ার কথা ঘোষণা করেছে। সরকারের স্বীকৃতিপ্রাপ্ত  ছাপা মাধ্যম  এবং   বৈদুতিন মাধ্যমের  সাংবাদিক যাদের কমকরে 5 বছর কাজের অভিজ্ঞতা আছে ,  সরকারের  অনুমোদিত  freelancer  সহ  সব সাংবাদিক ফেলোশিপ জন্যে  আবেদন করার অধিকার আছে।  এর আগে সরকার 20 জনকে ফেলোশিপ প্রদান  করেছিল,কিন্তু  বিচারক মন্ডলীর বিচার  নিরপেক্ষ ও  স্বচ্ছ ছিল না বলে অভিযোগ পাওয়া  গিয়েছিল, এবারও কি তাই হবে?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.