Header Ads

কালইন-শিলচর ও শিলচর-জয়ন্তীয়া সড়ক মেরামতির দাবীতে উত্তাল: কালাইন ব্লক কংগ্রেসের

বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ কালইন-শিলচর ও শিলচর-জয়ন্তীয়া সড়ক মেরামতির দাবীতে কালাইন ব্লক কংগ্রেসের আহ্বানে ৬ ঘণ্টার পথ অবরোধ কার্যসূচি পালন করা হয় উভয় সড়কে। মঙ্গলবার সকাল ৮ ঘটিকা থেকে এই অবরোধ কার্যসূচি শুরু হয়। এদিন প্রচুর বৃষ্টির মধ্যে কালাইন এনএসইউআই ইউনিট ও ব্লক কংগ্রেস কর্মীসহ প্রায় দুই শতাধিক ভুক্তভোগী জনতা সড়ক দুটির বিভিন্ন স্থানে উপস্থিত থেকে অবরোধ কার্যসূচি সফল করে তোলে। কালাইন ব্লক কংগ্রেস সভাপতি বিশাল সরকার জানান, বর্তমানে এই দুই রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলা দুষ্কর। বিগত দিনে বিভিন্ন সময়ে ঐ রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্টদের কাছে বহুবার দাবি জানিয়ে কোন লাভ হয় নি। তিনি আরও জানান, এই দুই রাস্তার জন্য বিভিন্ন সময়ে কোটি কোটি টাকা সরকারি বরাদ্দ হলেও কোনো কাজ হয়নি এই রাস্তা গুলিতে। বর্তমান সরকার ঐ রাস্তা দুটি সংস্কারে চুড়ান্ত ব্যর্থ বলে বিশাল দাবি করেন। কাটিগড়ার বিধায়ক অমরচান্দ জৈন একজন সর্ব কালের সেরা ব্যর্থ বিধায়ক বলে দাবি বিশালের। এদিন অবরোধকারীরা রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থ মন্ত্রী তথা পূর্ত মন্ত্রী সহ বিধায়ক অমর চাঁদের বিরুদ্ধে শ্লোগান তুলে অবরোধ স্থল উত্তাল করে তোলে। দুপুর প্রায় দেড়টা নাগাদ অবরোধ স্থলে পৌঁছান কাটিগড়া সার্কেল মেজিস্ট্রেট প্রাঞ্জিত দেব, সঙ্গে ছিলেন পূর্ত বিভাগের অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ নাথ, জুনিয়র ইঞ্জিনিয়ার সুজিত কুমার বৈষ্ণব এবং কাটিগড়া থানার অফিসার ইনচার্জ নয়ন মনি সিনহা। বিভাগীয় আধিকারিকরা জানান, এই সড়কের নামে অর্থ বরাদ্ধ হয়েছে। আগামী তিন দিনের মধ্যেই সড়ক সংস্কারের কাজে হাত দেওয়া হবে। এছাড়াও ওভার 

লোড মালবাহী ট্রাক চলাচলই সড়কগুলির বেহাল অবস্থার কারন বলে দাবী পূর্ত বিভাগের।    তারপর নির্ধারিত সময়ের দশ মিনিট আগেই সড়ক অবরোধ সাময়িক ভাবে প্রত্যাহার করা হয়। বিশাল সরকার জানান, আসন্ন দূর্গা পূজার আগে সড়ক সংস্কার না হলে আমরন অনশন কর্মসুচি হাতে নেওয়া হবে। সড়ক অবরোধ তুলে নেওয়া হলেও প্রশাসনিক কর্মকর্তাদের সামনে রেখেই বিধায়ক জৈনের কুশপুত্তলিকা পুড়ান কংগ্রেস কর্মকর্তারা। এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালাইন ব্লক কংগ্রেসের উপ সভাপতি জাকির হুসেন খান, সাধারন সম্পাদক সামসুল ইসলাম, অঞ্জন দাস, সন্দিপ দাস, কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী, জেলা কংগ্রেস সম্পাদক তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার, উত্তর কাটিগড়া জেলা পরিষদ সদস্য তিলক চাঁদ দাস, বুরুঙ্গা গাঁও পঞ্চায়েত সভাপতি নজমুল হোসেন, মুসলিম উদ্দিন, এনএসইউআই এর পক্ষে জামিল আহমদ, আবু জাফর, রুহুল আমিন প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.