Header Ads

কারারুদ্ধ অখিল, তার জন্মদিনে “রাইজর দল” নামে রাজনৈতিক দলের জন্ম দিলেন

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : কারারুদ্ধ অখিল গগৈয়ের জন্মদিনে তার দল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, ৭০টি সংগঠনকে সামিল করে জনতার দল বা রাইজর দল নামে এক রাজনৈতিক দলের জন্ম দিল। অরূপ বরবরার আঞ্চলিক সুরক্ষা মঞ্চ এবং লাচিত সেনা এই দলের সঙ্গে সামিল হল। বিশ্বরাজনীতির কথা ভাববো এবং কাজ করবো নিজের অঞ্চলে অর্থাৎ থিংক গ্লোবালি, অ্যাক্ট লোকালি এই ভাবধারা সার্থক করতে রাইজর দল কাজ করবে। হীরেন গোহাইয়ের মত বিশিষ্ট বুদ্ধিজীবীদের দলের উপদেষ্টা পদে বসানো হয়েছে। অখিল গগৈ প্রথম থেকে আসু প্রভৃতি দলকে অনুরোধ করেছিলেন এক পতাকা, এক দল, এক সংগঠনে এসে এক শক্তিশালী রাজনৈতিক প্লাটফর্ম তৈরি করতে না পারলে বিজেপি সরকারকে উৎখাত করা যাবে না। অখিল আসুকে কিছুদিন সময় দিয়েছিলেন। কিন্তু আসু অসম জাতীয় পরিষদ নামে নতুন দল গড়েছে। সাংসদ অজিত ভুইয়া আঞ্চলিক গণমোর্চা নামে দল গড়েছেন। রাজ্যের উপজাতি সম্প্রদায় নিজস্ব দল গড়েছে। কংগ্রেস-এআইইউডিএফ দলের মধ্যে এখনো আনুষ্ঠিক সমঝোতা হয়নি। এআইইউডিএফের সভাপতি সাংসদ বদরুদ্দিন আজমল গুয়াহাটি এলেন, কিন্তু প্রাণ খুলে মন খুলে সমঝোতার কথা বলছেন না কেন? প্রশ্ন কংগ্রেস দলের একাংশেরআজ অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, যত বেশি দল হবে তত লাভ বিজেপির।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.