Header Ads

সংবাদমাধ্যমকে দেখে নেওয়ার হুমকি মুখ্যমন্ত্রীর, কালো ব্যাজ ধারন করে প্রতিবাদ মুখর ত্রিপুরার সাংবাদিকরা

 


নয়া ঠাহর প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর : ত্রিপুরায় সাংবাদিকদের উপর আক্রমনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে কালো ব্যাজ ধারন করে প্রতিবাদ মুখর হলেন ত্রিপুরার সাংবাদিকরা। গত ১১ সেপ্টেম্বর দক্ষিন জেলার সাব্রুমে একটি সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে ত্রিপুরার একাংশ সংবাদমাধ্যমকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরদিন থেকেই গোটা রাজ্যে শুরু হয় সাংবাদিকদের উপর আক্রমণ। এই পর্যন্ত ১১ জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেন সাংবাদিকদের সংগঠন এসেম্বলি অফ জার্নালিস্টস-র চেয়ারম্যান প্রবীন সাংবাদিক সুবল কুমার দে। ত্রিপুরার একাংশ সংবাদ মাধ্যম বাড়াবাড়ি করছে এই হুমকি দেওয়ার পরেই নড়েচড়ে বসেন ত্রিপুরার সাংবাদিকরাও। প্রথমেই মুখ্যমন্ত্রীকে এই হুমকি প্রত্যাহার করে নিতে অনুরোধ জানান সাংবাদিকরা। ত্রিপুরার রাজ্যপালকেও ঘটনাটি জানান সাংবাদিকরা। গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের স্বাধীন মত প্রকাশের অধিকার সুরক্ষার দাবিতে শুক্রবার গান্ধীজয়ন্তীতে কালো ব্যাজ ধারণ করেই ক্ষান্ত থাকবেন না সাংবাদিকরা। বিষয়টি দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রেস কাউন্সিল সমেত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের নজরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাংবাদিকদের সংগঠন ত্রিপুরা এসেম্বলি অফ জার্নালিস্টস। এসেম্বলি অফ জার্নালিস্টস মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করার পর সাংবাদিকও সংবাদ মাধ্যমের উপর হামলা বেড়ে গেছে বলে আশন্কা করছেন সাংবাদিকরা। তাছাড়া, সাংবাদিকদের আন্দোলনকে স্তব্ধ করে দিতে প্রশাসনকে কাজে লাগিয়ে আন্দোলনরত সাংবাদিকদের নিকট আত্মীয়দের লক্ষ্য করে হেনস্থা শুরু হয়েছে। প্রশাসনের এই ধরনের অগনতান্ত্রিক চিন্তাধারার নিন্দায়ও সরব হয়েছেন ত্রিপুরার সাংবাদিকরা। মুখ্যমন্ত্রীর জ্ঞাতসারেই প্রশাসন সাংবাদিকদের পরিবারকে লক্ষ্য করে এই ধরনের দমন পীড়ন মুলক উদ্যোগের নিচ্ছে বলেও অভিযোগ সাংবাদিকদের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.