Header Ads

হাতে সময় নেই, মূর্তি তৈরির কাজে ব্যস্ততা তুঙ্গে মহানগরের মৃৎশিল্পীদের

 ছবি, নিজস্ব

নয়া ঠাহর প্ৰতিবেদন, ১৭ অক্টোবরঃ হাতে গোনা আর মাত্ৰ চারটে দিন বাকি। ষষ্ঠীর মধ্যে মৃন্ময়ী মূর্তির কাজ সম্পন্ন করে পুজো কমিটিগুলোর হাতে তুলে দিতে হবে। তাই নাওয়া খাওয়ার সময় নেই গুয়াহাটি মহানগরের মৃৎশিল্পীদের হাতে। দিনের ২৪ ঘন্টার মধ্যে ২০ ঘন্টাই কাজে ব্যস্ত তারা। অতিমারি করোনা আবহে এবছর বাজারের কথা জিজ্ঞেস করলে নয়া ঠাহর-এর এই প্ৰতিবেদককে মৃৎশিল্পী রতন পাল জানালেন-‘‘ কি আর করা যাবে হিন্দু ধর্মকে তো বাঁচিয়ে রাখতে হবে? তাই লোকসানের মধ্যেও কাজ করছি। সারা বছর এই দুর্গাপুজোর মরশুমের জন্য আমরা মুখিয়ে থাকি। এবছর করোনার জন্য যা লোকসান হয়েছে তা চিন্তা ভাবনারও অতীত। ’’  

 ছবি, নিজস্ব
করোনার কারণে বাজার মন্দা, তাই শেষ মুহূর্তে আসা অৰ্ডারগুলোও ফিরিয়ে দিচ্ছেন না মূর্তি তৈরির কারিগররা। নির্দিষ্ট সময়ের মধ্যে মূর্তি তৈরির কাজ শেষ করতে হবে। মহানগরের পাণ্ডু অঞ্চলের কুমোরপাড়ার ছবি। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.