Header Ads

হাই মাদ্রাসার প্র-পত্র পূরণের দিন ঘোষণা

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ দেশে করোনা সংক্রমণের প্রকোপ ক্রমান্বয়ে হ্রাস পাওয়ার পর এখন লাহে লাহে স্বাভাবিক হয়ে উঠছে জীবন যাত্রা। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকার পর রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আবার আরম্ভ করা হয়েছে। আগন্তুক হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার জন্য এবার পাঠ্যক্রম হ্রাস করা হয়েছে বলেও আলোচনা চলছে।

তার মধ্যে ২০২১ সালে শপরু হতে চলা হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা ও হাই মাদ্রাসা পরীক্ষার প্রপত্র পূরণের দিন ধার্য করেছে সেবা। এবার অনলাইনের মাধ্যমে প্রপত্রগুলি পূরণ করতে হবে। আগামী ২ নভেম্বর থেকে আরম্ভ হবে অনলাইন প্রপত্র পূরণের দিন। ২৩ নভেম্বর অনলাইন প্রপত্র পূরণের অন্তিম দিন। সেবার নির্দেশ অনুযায়ী ২৭ নভেম্বরের ভিতরে চালান জেনারেট করতে লাগবে। ৩০ নভেম্বরের ভিতরে ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে নির্ধারিত মাশুল।

এদিকে, ৫ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে প্রপত্র পুনরীক্ষণের কাজ হবে। ১৫ ডিসেম্বরে আপলোড করতে হবে চূড়ান্ত প্রপত্র এবং আর কিছুদিনের মধ্যে পরীক্ষার দিন ঘোষণা করা হবে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.