Header Ads

রক্ষকই ভক্ষক! গণ্ডারের খড়্গের চোরাই কারবারে জড়িত ৩ বনকর্মী গ্রেপ্তার

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ রক্ষকই ভক্ষকের রূপে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের বনকর্মী। রাষ্ট্রীয় উদ্যানটিতে কর্মরত দুজন অস্থায়ী বনকর্মীর সঙ্গে একজন বন সুরক্ষা কর্মীকে গন্ডারের খড়্গ চোরাই কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বন বিভাগ গ্রেপ্তার করার পর আবার একই অভিযোগে ৩ জন অস্থায়ী বনকর্মীকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।

রাষ্ট্রীয় উদ্যানটিতে কহরা বনাঞ্চলে হাতীর মাউত হিসাবে কর্মীরত অস্থায়ী বনকর্মী দিলীপ কর্মকার, রাজীব কর্মকার ও রবীন বাউরীকে গন্ডারের খড়্গের চোরাই কারবারের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর গ্রেপ্তার করেছে বন বিভাগ।

কাজিরঙার ডি এফ ও রমেশ গগৈ জানানো মতে, দীর্ঘদিন ধরে তারা এই চোরাই কারবার চালিয়ে আসছিল। এখন পর্যন্ত তিনটারও অধিক খড়্গ হস্তান্তর করার তথ্য লাভ করেছে বন বিভাগ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.