Header Ads

এবার সাহিত্যে নোবেল পেলেন আমেরিকান কবি লুইস গ্লক

 


নয়া ঠাহর ওয়েব ডেস্ক: নোবেল পুরস্কার পেলেন আমেরিকান কবি লুইস গ্লক। শৈশব এবং পারিবারিক জীবনের থিমগুলির জন্য পরিচিত একজন লেখককে এবারের সম্মান জানানো হয়েছে, সুইডিশ একাডেমির জুরি একথা জানিয়েছেন। সাতাত্তর বছর বয়সী গ্লককে তাঁর অবিশ্বাস্য কাব্য কণ্ঠের জন্য সম্মানিত করা হয়েছে যা কঠোর সৌন্দর্যে ব্যক্তিত্বের অস্তিত্বকে সর্বজনীন করে তোলে। গ্লক এর আগে দ্য ওয়াইল্ড আইরিস সংগ্রহের জন্য ১৯৯৩ সালে পুলিৎজার পুরস্কার এবং ২০১৪ সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.