Header Ads

কান্দি বহরমপুর পথের জীবন রেখাস্বরূপ রণগ্রাম সেতু আবার পুজোর মুখে বন্ধ

 


নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা : পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কান্দি বহরমপুর জীবন রেখার অন্যতম ব্রিজ রানগ্রাম সেতু, পুজোর মুখে বন্ধ, প্রতিদিন হাজার হাজার মানুষ দুটি গাড়িতে চড়ে পায়ে হেঁটে, কষ্ট করে পারাপার করছে। সরকার নীরব, নির্বিকার। কিছুদিন আগেই ব্রিজটি মেরামত করা হয়। কাট মানি,  কমিশন নিয়ে ব্রিটিশ আমলের ব্রিজ মেরামতের জন্যে আবার ভেঙে পড়ল বলে কংগ্রেস অভিযোগ করেছে। আবার কমিশন নিয়ে দুটি গোষ্ঠীতে বিবাদ বেঁধেছেপুজোর আগে সম্পূর্ণ হবে না মানুষের দুর্ভোগ সীমা ছাড়িয়ে গেছে। বহরমপুরে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে কান্দির মানুষ দুহাত ভরে ভোট দিয়ে ছিল বলে তৃণমূল কংগ্রেস সরকার কান্দিকে সবদিকে বঞ্চিত করে রেখেছে বলে অভিযোগ উড়িয়ে দেওয়া যাবে না। কান্দির পানীয় জল সমস্যা নিয়ে গঙ্গার জল নিয়ে এসে পাইপ বসানোর সব চেষ্টা হয়েছিল। কোথায় গেল পাইপগুলো? সব পুকুর চুরি হয়ে গেছে। কারো শাস্তি হয়েছে কি?   বাঙালির পুজো, দুর্গা পুজো,  রাস্তা ঘাটের কি দুরবস্থা, কৃষ্ণনগর হয়ে কান্দি, ভাবতে পারা যাবে না। তবে কান্দির রাস্তা ভালো হয়েছে, কিন্তু ব্রিজ রণ গ্রাম সেতু পুজোর আগে চালু হবে?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.