Header Ads

কলকাতায় ৪০ হাজার পুজো, মারণ রোগ করোনা আবহে বাঙালির প্রাণের উৎসব দুর্গা পূজা, মনে আনন্দ নেই

 


অমল গুপ্ত, কলকাতা : পশ্চিমবঙ্গে এপর্যন্ত ৩০৫৬৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছে মৃত্য হয়েছে ৫৮০৮ জন দেশে আক্রান্তের সংখ্যা ৭৩০৯১৬৪ জন মৃত্যু হয়েছে ১১১৩৩৭ জনের সুস্থতার সংখ্যা ৬৩,৮২৭৫৮ জন তবুও উদ্বেগ কাটছে না। আগামী শীতে সংক্রমণ আরও বাড়বে বলে আশংকা করা হচ্ছে সামনে দুর্গা পূজা বাঙালিদের প্রাণের উৎসব বাঁধ ভাঙা আনন্দ তাতে লাগাম টানা কি সম্ভব? মুখে মাস্ক পড়ে, সামাজিক দূরত্ব বজায় রেখে, মাত্র ৪০,৫০ জন উপস্থিত থেকে পূজা করার নির্দেশ মানা কি সম্ভব?  তবে মহারাষ্ট্রে গণেশ পুজোতে কোভিড প্রটোকল মেনে গণেশ পুজোর সুন্দর উদাহরণ তুলে ধরেছিল কিন্তু কলকাতার জনসংখ্যার ঘনত্ব আর ৪০,৪৫ হাজার পুজো মণ্ডপ, যেখানে ২৪ ঘন্টা মানুষ পরিবার পরিজন নিয়ে প্রতিমা দর্শন করে বেড়ায় সেই উৎসাহ উদ্দীপনা কি নিয়ন্ত্রণ করা সম্ভব? স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ঘরে বসে পূজা হয় না। বলেছেন রমজান, ঈদ, গণেশ পুজো ঘরে বসে উদযাপন করা যায়। দুর্গা পূজা মানে মায়ের বিরাট সংসার, সে পূজা বারোয়ারি। বাড়িতে বসে সম্ভব নয়। এই পুজোর সময় মমতা সরকার প্রায় ৪০ হাজার পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছে। কলকাতা হাই কোর্ট প্রশ্ন তুলেছে যেখানে ঠিক মত কোভিড চিকিৎসা হচ্ছে না, রাস্তা ঘাট পরিকাঠামো ভালো নয়, সেখান সরকারি টাকা দেওয়া কি উচিত? হাই কোর্ট প্রশ্ন তুলেছে সংক্রমণের আশংকায় শিক্ষা প্রতিস্থান বন্ধ, অনলাইনে ক্লাস চলছে, সেখানে দুর্গা পূজার অনুমতি কি করে দিচ্ছে সরকার?

এদিকে, শারদ উৎসবের মাঝে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গাতে নাশকতামূলক কর্মকাণ্ড চলছে যে ক্লাবগুলোকে সরকারি অনুদান দিয়ে সরকার হাতে রাকছে, নির্বাচনে কাজে লাগাবার জন্যে, সেই সব ক্লাবে অসামাজিক কার্যকলাপ চলেছে, বোমা মজুত রাখা হয় বলে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল জগদীপ ধনকর কড়া অভিযোগ করেছেন তিনি টুইট করে বলেছেন, আলকায়দার নিরাপদ ডেরা বাংলা অবাধে গড়ে উঠছে বোমার কারখানা। মুর্শিদাবাদে জেলা থেকে আলকায়দার জঙ্গি সন্দেহে সাত জনকে পুলিশ গ্রেফতার করেছে। প্রসঙ্গত কলকাতার বেলেঘাটা ক্লাবে বিস্ফোরণের ফলে প্রচুর বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে। এদিকে বিজেপি নেতা মনীশ শুক্ল খুন করা হয়েছে বাংলাদেশের শুটার দিয়েইএমন গুরুতর অভিযোগ করেছেন বিজেপি কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয় বর্গীয়এই অভিযোগ নিয়ে পুলিশ বিভাগে তোলপাড় চলছে সামনে পুজো, করোনা সংক্রমণ, সব নিয়ে মানুষের মনে পুজো আছে কিন্তু আনন্দ নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.