Header Ads

এবার দুর্গা পূজায় মানতে হবে বহু নীতি-নিয়ম, বন্ধ থাকবে মদের দোকান

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ করোণার সংক্রমণ হ্রাস পেয়েছে। তবুও বহু নীতি-নিয়মের মধ্য দিয়ে এবার দুর্গাপূজা উদযাপন করা হবে। বৃহস্পতিবার কামরূপ মহানগরের জেলা প্রশাসন এবং মহানগর পুলিশ প্রশাসনের উদ্যোগে গুয়াহাটি মহানগরের পূজা কমিটির সকল প্রধানদের নিয়ে শারদীয় দুৰ্গোৎসব উদযাপন সম্পর্কে জেলা পুথিভরাল প্রেক্ষাগৃহে একটি বৈঠক অনুষ্ঠিত করা হয়।

বৈঠকে নিম্নলিখিত নীতি-নিয়মের মধ্য দিয়ে এবার দুর্গাপূজা -
১। এবার রাজ্য সরকার তথা স্বাস্থ্য বিভাগের জারি করা নির্দেশনা অনুযায়ী পূজা কমিটিগুলোতে পূজা উদযাপন করতে হবে

২। প্রতিটি পূজা মণ্ডপ থেকে এক মিটার দূরে ভক্তিমূলক অনুষ্ঠান করতে পারবে। পূজাস্থলে প্রসাদ বিতরণ করা চলবে না।

৩। রাত ১০টার পূর্বেই পূজার সকল কাম-কাজ শেষ করতে হবে। মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান করা চলবে না।

৪। পূজার কয়েকদিন বাইকে দুজন ব্যক্তি একসঙ্গে যাতায়াত করতে পারবে না।
৫। হোটেল, রেষ্ট্রুরেণ্টগুলি রাত ৯টার মধ্যেই বন্ধ করতে হবে।

৬। রেষ্ট্রুরেণ্টে কেউ বসে খেতে পারবে না, ক্রয় করে নিয়ে যেতে পারবে।

৭। মূর্তি বিসর্জনের জন্য কেবল ১০জন লোক যেতে পারবে।

৮। কাসমারি, সোণাপুর, চন্দ্রপুর, সাউকুচি, পাণ্ডু, চুনশালী, আজারা ঘাটে বিসর্জন হবে।

৯। সঙ্গে স্থানীয় পূজা মণ্ডপের কাছে বিসর্জন দেওয়ার জন্য পূজা কমিটিগুলিকে আহ্বান প্রশাসনের।

১০। বেলতলা, দিসপুর অঞ্চলের কমিটিগুলিতে এবার সাউকুচিতে বিসর্জন দিতে হবে।

১১। স্থান বিশেষে যান-বাহনের নীতি-নিয়ম আলাদা আলাদা হবে।
১২। দশমীর দিনে বন্ধ থাকবে মদের দোকান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.