Header Ads

দিনানাথপুর বাগিচায় পুষ্টি গ্রামের সূচনা করলেন কীর্তি জাল্লি


বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ  বুধবার কাটিগড়া বিধানসভার গড়েরভিতর জিপিতে নির্বাচিত আদর্শ গ্রাম দিনানাথপুর বাগিচায় পোষণ মাসের অন্তর্গত পুষ্টি গ্রামের সূচনা করলেন জেলা উপায়ুক্তা কীর্তি জাল্লি। পুষ্টি গ্রামে প্রথম ধাপে ১৪০ টি বাড়ীতে এই পুষ্টি বাগান লাগনো হবে। এর উদ্দেশ্য মূলত গ্রামবাসীরা বাড়ীতেই যাতে পুষ্টি বাগান থেকে পোষক আহারের যোগান দিতে পারেন। পোষণ গ্রামে পুষ্টি সহায়কদের দ্বারা সার্বের মাধ্যমে পুষ্টিমান যাচাই করে স্বাস্থ্য বিভাগ ও সমাজ কল্যাণ বিভাগের সহায়তায় পুষ্টিহীনতার সমাধান নিশ্চিত করা হবে। ঐ দিন পুষ্টি সহায়ক টোল ফ্রি নম্বর ৯৩৬৫৬৪৭৩২৩ এর উন্মোচন করা হয়। দীননাথপুর বাগিচায় বিদ্যুত, পানীয় জল, রেশন কার্ড, রন্ধন গ্যাস সহ সকল সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সক্রিয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা উপায়ুক্তা। কূপোষণের বিরুদ্ধে লড়াইতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এই নিয়ে একই মাসে আদর্শ গ্রামে জেলা উপায়ুক্তার দ্বিতীয় সফর বলে জানা যায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিগড়ারর বিধায়ক অমর চাঁদ জৈন। পাঁচ বছরে এই গ্রামে পাঁচ কোটি টাকা ব্যয় করা হবে বলে তিনি জানান।

এদিনে প্রথমে জেলা উপায়ুক্তা সহ অতিথিদের বরণ করে নেয় গ্রামের শিশুরা। পরে পোষন গীত পরিবেশন করেন অঙ্গনওয়াড়ি কর্মী ঝর্ণা দাস। তারপর গুরুতর ভাবে অপুষ্টির শিকার দুটি শিশুকে সহজলভ্য পোষক আহার খাওয়ানো হয়। জেলা শাসক পুষ্টি বাগানের একটি মডেল উন্মোচন করে গ্রামীন পুষ্টি সেবকের সূচনা করেন। এদিন কিছু গ্রামীন দের মধ্যে পুষ্টিকর শাক সবজির চারা বিতরণ করা হয়। অঙ্গনওয়াড়ি কর্মীরা ধামাইল পরিবেশন করে। পরে জেলা শাসক পুষ্টি বাগিচার সবুজ গৃহ সহ পুষ্টি গ্রামের হীতাধিকারী একটি পরিবার পরিদর্শন করেন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সভাপতি অমিতাভ রাই, ডিআরডিএ এর স্পেশিয়াল এক্সিকিউটিভ অফিসার রসরাজ দাস, প্লানিং অফিসার রোলি ডাউলা গপ্পু, কালাইনের ভিডিও নন্দলাল গোয়ালা, কালাইনের সিডিপিও নাংবি শ্যাম, গাঁও পঞ্চায়েত প্রতিনিধি জয়দীপ দেব প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.