Header Ads

শিবানী নমঃ:শূদ্রের ধর্ষক ও খুনীদের গ্ৰেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল হাইলাকান্দিতে

নয়া ঠাহর প্রতিবেদন,হাইলাকান্দি:  একের পর এক ধর্ষনের ঘটনা ঘটে যাচ্ছে সমগ্ৰ দেশ, রাজ্য, জিলা সহ প্রতিটি শহরের আনাচে কানাচে। প্রায় প্রতিটি মূহুর্তেই নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন মহিলারা।  উত্তরপ্রদেশের ঘটনা ও শিবানী নমঃ:শূদ্রের ঘটনা তার জলন্ত উদাহরণ। এরই পরিপ্রেক্ষিতে গতকাল শিবানী নম:শূদ্রের ধর্ষক ও খুনীদের গ্ৰেপ্তার ও ফাঁসির দাবিতে মহিলা সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠন এবং যুব সংগঠনের উদ্যোগে হাইলাকান্দিতে এক বিক্ষোভ মিছিল হয়। মিছিলে "শিবানী নমঃশূদ্রের ধর্ষকের ফাঁসি চাই, গণমাধ্যমে নারী দেহের অশ্লীল প্রচার বন্ধ হোক, মদের লাইসেন্স বাতিল করা হোক, একের পর এক ধর্ষন, গণধর্ষণ ও নারীহত্যা ঠেকাতে ব্যর্থ কেন রাজ্য ও কেন্দ্র সরকার? এর জবাব চাই", ইত্যাদি শ্লোগানে মুখরিত এবং প্লেকার্ডে ব্যানারে সুসজ্জিত এই মিছিল হাইলাকান্দির প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে স্থানীয় রেলস্টেশন চত্বরে জমা হয়। এবং মিছিলের শেষে এক সংক্ষিপ্ত পথসভাও অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। পথ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ডিএসও সর্বভারতীয় কাউন্সিলের সদস্য সঞ্চিতা শুক্ল। তিনি তার বক্তব্যে  উক্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পোষকতা করেন। তাছাড়া প্রায় অর্ধশতাধিক ছাত্র-যুবক-মহিলার এই মিছিলে উপস্থিত ছিলেন এ আই এম এস এস এর হাইলাকান্দি জিলা শাখার আহ্বায়ক সোমা পাল ও চম্পা সরকার। এবং ছিলেন এ আই ডি ওয়াই ও এর হাইলাকান্দি জিলার ইনচার্জ আফজল হোসেন মজুমদার এবং এ আই ডি এস ও এর কাঞ্চনি সরকার ও প্রিয়া সরকার। তবে এখন অবধি পুলিশ অভিযুক্ত সহ কাউকেই গ্ৰেপ্তার করতে পারেনি বলে বিশেষ সূত্রে খবরটি জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.