Header Ads

রাতাবাড়ী বিধানসভার অধীনস্থ রামকৃষ্ণনগরে মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার শিলান‍্যাস

সৌরভ দত্ত, রামকৃষ্ণ নগর : এক ঐতিহাসিক দিনের সাক্ষী থাকলো রাতাবাড়ী বিধানসভার অধীনস্থ রামকৃষ্ণ নগর। আসামের পূর্ত, অর্থ, ও শিক্ষা দফতরের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রামকৃষ্ণ নগরে এক হাজার আসনের তিন তলা বিশিষ্ট  প্রায় নয় কোটি টাকার প্রেক্ষাগৃহ নির্মাণের শিলান্যাস করলেন, এবং  সেই সাথে ৪২ কোটি টাকার আনিপুর থেকে জাম্মুয়ান ভায়া দুর্লভছড়া নিভিয়া রাস্তার শিলান্যাস করলেন। রামকৃষ্ণনগরে জনসভায় ভাষণ দিতে গিয়ে মন্ত্রী আর ও দুইটি রাস্তা  আনিপুর থেকে রামকৃষ্ণ নগর কদমতলা ১০ কোটি টাকা, ও কদমতলা থেকে ভৈরব নগর আট কোটি টাকা রাস্তা  নির্মাণের ঘোষণা করলেন । এবং  রামকৃষ্ণনগরের গলি পথের জন্য আরও দুই কোটি টাকা প্রকল্পের অনুমোদন দিয়েছেন। মন্ত্রী রাতাবাড়ীর জন্য প্রায়  ৬২ কোটি টাকা প্রকল্পের অনুমোদন দিয়েছেন। মন্ত্রী তার ভাষনে মেডিকেল কলেজে নিয়ে বলতে গিয়ে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও রাতাবাড়ীর বিধায়ক বিজয় মালাকার দুইজন মিলে মেডিকেল কলেজের জন্য একটি স্হান নির্ধারণ করে দিলেই মেডিকেল কলেজের শিলান্যাস হয়ে যাবে বলে আশ্বাস দেন।  উল্লেখ্য আজ দুপুরে মন্ত্রী গৌহাটি থেকে বিমানে চলে আসেন শিলচর কুম্ভীর বিমান বন্দরে সেখান থেকে সোজা সড়ক যোগে রামকৃষ্ণ নগর এসে পৌঁছান। মন্ত্রীর সভায় কোভিড কে উপেক্ষা করে প্রচুর মানুষের জনসমাগম ঘটে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.