Header Ads

কেন্দ্রের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে পথে নামছে সব শ্রমিক সংগঠন

 


অনিন্দ্য ভট্টাচার্য, বদরপুর : এন এফ রেলওয়ের মজদুর ইউনিয়নের পক্ষ থেকে আয়োজিত " সোসিও ইকনমিক সিনারিও" শীর্ষক আলোচনা সভায় কেন্দ্রীয় সরকারের শ্রমিক ও জন স্বার্থ বিরোধী নীতির চাঁচাছোলা সমালোচনা। সম্ভবত এই প্রথম এক প্ল্যাটফর্মে এসে আন্দোলনে নামছে সব শ্রমিক সংগঠন। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ১৫১টি ট্রেন সহ কিছু গুরুত্বপূর্ণ স্টেশন কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার কথা ঘোষনা করেছে। অলাভজনক ব্রাঞ্চ লাইন তুলে দেওয়াআরআরবি এবং আরআরসি মাধ্যমে নিয়োগ বাতিল করা সহ আগামীতে সব চাকরি ঠিকা ভিত্তিক করা, নুতন পরিকল্পনায় একজন রেল যাত্রী প্ল্যাটফর্মে ঢোকা থেকে গন্তব্য স্থানে পৌছা পযর্ন্ত টিকিটের দাম নির্ধারণ করবে মালিকানাধীন সংস্থা। ফলে টিকিটের দাম স্বাভাবিকের চেয়ে তিনগুন বেশি পড়বে। যা সাধারণের নাগালের বাইরে। রেল ইঞ্জিন, ওয়াগন ইত্যাদি তৈরির কারখানাগুলিও বিদেশি বিনিয়োগকারীদের দ্বারা পরিচালিত হতে চলেছে।  "আত্মনির্ভর"-র নামে  রেলের সঙ্গে  তেল, পেট্রল, কয়লাবিদ্যুৎবিমান, ব্যাঙ্ক ইনস্যুরেন্স, ডিফেন্স সব কিছু কর্পোরেটের হাতে তুলে দেওয়া সহ ব্যাপক কর্মী ছাটাই চলছে। সরকারি নির্দেশে বড় বড় শিল্পপতিদের ঋণ "হোয়াট অফ" দেখিয়ে ব্যাঙ্কগুলিকে দেউলিয়া ঘোষনা করা হচ্ছে। সরকারি কর্মী সহ পেনশনার্সদের ডিএ স্থগিত এবং গত বছরের পিএফ অ্যাকাউন্টের গত বছরের সুদ এখনও জমা করা হয়নি। এছাড়া সিনিয়র সিটিজেন খেলোয়াড় বিশেষ ভাবে সক্ষমদের রেল কনসেশন ইত্যাদি বন্ধ করার সুপারিশও হয়েছে।  " মেক ইন ইন্ডিয়া"- র নামে সামাজিক ও অর্থনীতির যে অস্থিরতা চলছে তাতে সাধারণ জনজীবন এবং শিক্ষিত বেকার যুব সমাজ বিপন্নের মুখে। দুবেলা  অন্নের যোগানে মানুষ যখন দিশাহারা তখন দেশ এগিয়ে চলছে কর্পোরেট ইকনমির হাত ধরে।  রেলের মজদুর ইউনিয়ন ১৪  থেকে ১৯ সেপ্টেম্বর  পর্যন্ত সরকারি নীতির বিরোধিতায় জন সম্পর্ক সপ্তাহ পালন করছে। ১৯ তারিখে থাকছে প্রতিবাদী মশাল মিছিল। যোগ দেবে অন্যান্য শ্রমিক সংগঠনগুলিও।  ১৪ তারিখের সেমিনারে ভলান্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরাম, প্রেস অ্যাসোশিয়েসন, প্রেস ক্লাব সহ বেশ কিছু সংগঠন যোগ দেয়। সেমিনারে সিপিএম-র তরুণ গুহ, ডাঃ মনোজ পাল, বরুন দাসগুপ্ত মৃত্যুঞ্জয় দাস, সহিরুল ইসলাম বকুল, ইউনিয়নের পক্ষে সজল চক্রবর্তী, উত্তম দাস, রূপক রক্ষিত প্রমুখ বক্তব্য রাখেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.