Header Ads

অকালে চলে গেলেন পিটিআইয়ের বরিষ্ঠ সাংবাদিক অমৃত মোহন

নয়া ঠাহর প্ৰতিবেদন, ২ সেপ্টেম্বরঃ লখনৌয়ে প্ৰখ্যাত সংবাদ সংস্থা পিটিআই ভাষা-র বরিষ্ঠ সাংবাদিক অমৃত মোহন অকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি মধ্য ৪০য়ের ছিলেন। তিনি ট্ৰেড ইউনিয়নের সক্ৰিয় কৰ্মী ছিলেন। একজন সাংবাদিক হিসেবে কাজের সূত্ৰে স্বরাষ্ট্ৰমন্ত্ৰক, ক্যাবিনেট, লোকসভা, রাজ্যসভা, রাজনীতি, অৰ্থনীতি এবং কর্পোরেট খবরের জগতে তাঁর অবাধ বিচরণ ছিল। সংস্কৃতে বেদে স্নাতকোত্তর করেছিলেন তিনি। অমৃত কিছুদিন ধরে জ্বরের সমস্যায় ভুগছিলেন, অফিস থেকে দুদিনের ছুটি নিয়েছিলেন। এরপর তাঁর আর অফিস ফেরা হয়নি। আত্মীয় পরিবার পরিজন, সহকৰ্মীদের স্তম্ভিত করে দিয়ে অকালে পরলোকগমন করেন।    

 তাঁর মৃত্যুর খবর পেয়ে দিল্লির প্ৰখ্যাত আন্তৰ্জাতিক সাংবাদিক তথা নয়া ঠাহর-এর জাতীয় পরামৰ্শদাতা রত্নজ্যোতি দত্ত গভীর শোক প্ৰকাশ করেছেন। তাঁর পরিবার এবং পরিজনদের প্ৰতি সমবেদনা জ্ঞাপন করেছেন। পিটিআইয়ে এক সময় তিনি প্ৰয়াত অমৃত মোহনের সহকৰ্মী ছিলেন। প্ৰয়াত সহকৰ্মীর কথা স্মৃতিচারণ করতে গিয়ে রত্নজ্যোতি দত্ত বলেন- অমৃতের মৃত্যুর খবর পেয়ে আমি তম্ভিত। অনেক বড় মনের মানুষ ছিলেন। ব্যক্তিগতভাবে আমার এখনও মনে আছে- তাঁর ফ্ল্যাটে ভাড়া হিসেবে থাকতে দিয়েছিলেন। কোনওদিনও ক্ৰসচেক করতে যাননি। আমি বেশ কয়েকবার তাঁকে আমন্ত্ৰণ জানানোর পরও তিনি একবারও আসেননি। চিরপরিচিত একটা হাসি দিয়ে সবসময় বলতেন-    আরডি ভাই নিজেকে বিরক্ত করবেন না, নিজের বাড়ি ভেবে নিজের মতো করে থাকো। আমার কাছে এটাই ছিল অমৃত মোহন। রত্নজ্যোতি দত্ত তিনি নিজে এবং তাঁর পরিবারের সকলের তরফ থেকে প্ৰয়াত সহকৰ্মী এবং তাঁর পরিবার পরিজনদের প্ৰতি সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.