Header Ads

লামডিং পুলিশ কোভিড নাম করে মৃতদের কাছ থেকে হাজার হাজার টাকা তুলছে, অভিযোগ খতিয়ে দেখবেন কি মুখ্যমন্ত্রী? তিনি কাল লামডিং যাবেন

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : মুখ্যমন্ত্রীর কনভয়ের গাড়ির তেল কেনার টাকা নেই বলে খবর বেরোচ্ছে আর্থিক অবস্থা খুব খারাপআর অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুধুই চমক দিচ্ছেনঘোষণার পর ঘোষণা  রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতদেহ দাহ করার নামে বিশ্বনাথ, লামডিং প্রভৃতি জায়গা থেকে অভিযোগ আসছে, লামডিঙে সাধারণ রোগে মৃত্যু হওয়া শবদেহ করোনা আক্রান্ত দেখিয়ে লামডিঙে গত ১৫-২০ দিনে ধরে ৮ থেকে ১০ জনের কাছ থেকে লামডিং থানার পুলিশ ৭ থেকে ৮ হাজার টাকা করে আদায় করছে বলে ভয়নাক অভিযোগ আসার পরও সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। গরিব অসহায় 

স্বজন হারানো মানুষগুলো কি বিচার পাবে না? মুখ্যমন্ত্রী কাল লামডিঙে পুলিশ থানা উদ্বধোন করতে যাচ্ছেনপুলিশের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করবেন কি?   নির্বাচন আসছে, সরকারের চমক শুরু হয়ে গেছে। আজ আবার অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৫০ হাজার নিয়োগের কথা শোনালেন। তিনি জানালেন, ২৫০ কোটি টাকা খরচ করে প্রতিটি মেডিক্যাল কলেজে ১০০ করে আই সি ইউ স্থাপন করা হবে। তিনি স্বাস্থ্য বিভাগের নানা সফলতা তুলে ধরেন। তিনি জানান, ২১ সেপ্টেম্বর থেকে নবম-দ্বাদশ শ্রেণী পর্যন্ত শ্রেণীর ছাত্রদের বিদ্যালয় শুরু করা হবে। ৫০ শতাংশ ছাত্র দিয়ে এই ক্লাস শুরু হবে। তার আগে বিদ্যালয় ভবনগুলো স্যানিটাইজ করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.