Header Ads

অরুন্ধতী স্বর্ণ প্রকল্প নিয়ে আলোচনা সভা বাবুর বাজারে

 


বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ শনিবার কাটিগড়া বিধানসভা এলাকার বাবুর বাজারে আসাম সরকারের বিশেষ যোজনা অরুন্ধতী স্বর্ণ প্রকল্প নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন বিশিষ্ট ক্রীড়াবিদ তথা দলিল *লেখক এ এ আলী আকবরের সভাপতিত্বে সভার কাজ আরম্ভ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব-রেজিষ্টার অচ্যুৎ কুমার বরা। তিনি নব দম্পতিরা কিভাবে এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবে এনিয়ে বিষদ আলোকপাত করেন।সাব-রেজিষ্টার বরা জানান এই প্রকল্পের সুবিধা পেতে হলে প্রথমে নব দম্পতিকে মেরেজ রেজিস্ট্রিকরণ সহ গাইড লাইন মেনে আবেদন করতে হবে। তবেই এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন আবেদনকারীরা। তিনি যোগ্যতার মানদন্ড সম্পর্কে বলতে গিয়ে বলেন, বিবাহ রেজিস্ট্রেশন করার সময় কনে ও বরকে আইন সম্মত যথাক্রমে ১৮বছর ও ২১বছর বয়সের হতে হবে। আবেদনকারীর বিবাহ ১৯৫৪ সালের বিবাহ আইনের অধীনে নিবন্ধিত হতে হবে। বিবাহ ১লা 

ডিসেম্বর, ২০১৯ বা তার পরবর্তী সময়ে সম্পন্ন করা হতে হবে। তাছাড়া বিবাহ ২০২০ সালের ১লা জানুয়ারি বা তার পরবর্তী সময়ে নিবন্ধিত করা হতে হবে। অবদেনকারীর পিতামাতার মোট বার্ষিক যায় পাঁচ লক্ষ টাকার নীচে হতে হবে। লেখাপড়ার ক্ষেত্রে রাজ্যের চা-জনজাতি/আদিবাসী সম্প্রদায়ের প্রার্থী ছাড়া প্রত্যেক কনে ও বরকে কমপক্ষে মাধ্যমিক বা সম পর্যায়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এগুলা ছাড়াও অবদেনকারীর যোগ্যতার মানদন্ড নির্ধারণের জন্য প্রয়োজনীয় নথি নিয়েও আলোচনা করেন সাব-রেজিষ্টার অচ্যুৎ কুমার বরা। এদিনের সভায় উপস্থিত ছিলেন চন্দন কেম্প্রাই বর্মণ, আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধি লক্ষীকান্ত সূত্রধর, নাছির উদ্দিন বড়ভূইয়া, রিসুক আহমেদ বড়ভূইয়া, রুহুল আলম লস্কর, ইছুব আলী তালুকদার প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.