Header Ads

ধর্নায় বসলো বদরপুর পৌরসভার সাফাই কর্মীরা

 


শম্ভুধন সরকার, বদরপুরঃ বদরপুর পৌরসভার সাফাই কর্মীদের তিনদিনের বিক্ষোভ ও ধর্ণা কার্যসূচী শুরু হয় বৃহস্পতিবার। বেতন বৃদ্ধি সহ নানান দাবিতে বিক্ষোভ ও ধর্না কার্যসূচিতে বসলো তারা। বদরপুর পৌরসভার সাফাই কর্মীরা জানান, এই ধর্না কার্যসূচি শনিবার পর্যন্ত চলবে। বদরপুর পৌরসভার সাফাই কর্মীদের দীর্ঘ মাসের পর মাস ধরে অনিয়মিত বেতন সহ বিভিন্ন ধরনের সমস্যার সমাধান না হওয়ায় তারা ধর্নায় বসার সিদ্ধান্ত নেন। এদিন গণেশ রাউত, ধনঞ্জয় সরকার, বুটিয়া বাসফর, আব্দুল মুন্না, বিশ্বজিৎ মালি, পিঙ্কি বাসফর, শঙ্কর দাস প্রমুখরা বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, সাফাই কর্মীদের ১৪ মাস থেকে বেতন বন্ধ। আজ পর্যন্ত সরকারি ভাবে তাদেরকে অস্থায়ী ভাবে কাজ করানো হচ্ছে। ২০২১ আসার পথে কিন্তু এখনো সেই ১০ জন সাফাই কর্মীদের দিয়ে কাজ করানো হয় বদরপুর পৌরসভার বিভিন্ন এলাকায়। এদিন ক্ষোভের সঙ্গে সাফাই কর্মীরা জানান, সকাল দশটায় ঘর থেকে নিজের কাজের উদ্দেশ্যে বাহির হওয়ার পর বিকেল চারটায় খালি হাতে ফিরতে হয়। নিজের বাচ্চা ছেলে মেয়েদের খাওয়া দাওয়া সহ পড়াশোনার খরচ বহন করতে পারছেন না তারা। দেশের অন্যান্য রাজ্যে সাফাই কর্মীদের মাসিক বেতন ১৪ হাজার থেকে ২৫  হাজার টাকা পর্যন্ত। কিন্তু বদরপুর পৌরসভায় সাফাই কর্মীদের বেতন দেওয়া হয় মাত্র সাত হাজার টাকা। সাফাই কর্মীরা তাদের দীর্ঘ দিন ধরে বেতন না পাওয়ায়, তাদের পরিবার চালানো মুশকিল হয়ে পড়েছে। যার ফলে তাদের পরিবারের সকল সদস্যরা বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক রোগে ভুক্তভোগী। দীর্ঘ বছর ধরে এখন পর্যন্ত এই সাফাই কর্মীদেরকে অস্থায়ী ভাবে রাখা হয়েছে 

বলে অভিযোগ করেন কর্মীরা। চারটি ওয়ার্ডের বদরপুর টাউন কমিটি পরিবর্তন হয়ে এখন এগারোটি ওয়ার্ড নিয়ে পৌরসভা হয়েছে। কিন্তু পৌরসভার কার্যালয়ের বাকি কর্মীরা স্থায়ী ভাবে কাজ করলেও সাফাই কর্মীদের ভাগ্যের চাকা ঘোরেনি। এছাড়াও তারা আরও জানান, বদরপুর টাউন কমিটি ১০ জন ছাফাই কর্মীদের নিয়ে কাজ শুরু করেছিল। কিন্তু বর্তমানে বদরপুর টাউন কমিটি পৌরসভায় উন্নিত হওয়ায় কাজের চাপ অনেকটাই বেড়েছে। এই পরিস্থিতিতে বর্তমান পৌরসভা এলাকায় যেখানে চল্লিশ জন ছাফাই কর্মীদের প্রয়োজন। সেখানে মাত্র ১০ জন ছাফাই কর্মীদেরকে দিয়ে কাজ সেরে নেওয়া হয়। কর্তৃপক্ষ অনতিবিলম্বে তাদের সমস্যার সমাধান না করলে আগামীতে বৃহত্তর আন্দোলনে এগোতে বাধ্য হবেন বলে জানিয়েছেন পৌরসভার সাফাই কর্মীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.