Header Ads

বিহু হয়নি, তাই দুর্গা পুজো হতে দেবে না আলফা স্বাধীন



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসমের জাতীয় উৎসব বিহু এবং দুর্গাপুজো জাত পাতের উর্দ্ধে এক সার্বজনীন উৎসব। অসমের বিহু উৎসবে বাঙালিরাও যোগ দেন। দুর্গা পুজোতেও অসমীয়া মানুষের সমান অবদান। গুয়াহাটি মহানগরে অধিকাংশ পুজো কমিটির কর্মকর্তা অসমীয়া প্রতিনিধির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। এবার লকডাউনের জন্যে বিহু উৎসব হয়নি। তাই আলফা স্বধীন এবার দুর্গা পূজা হতে দেবে না বলে হুমকি দিয়েছে। ইউটিউবে লিখিত বিবৃতি আপলোড করে এই হুমকি দিয়েছে বলে সংবাদ সূত্রে জানা গেছে। আলফা স্বাধীনের নেতা অরুনোদয় অসম  প্রশ্ন তুলেছেন, ঔপনিবেশিক রাষ্ট্র ভারতের অবিবেচক নীতি তথা অসমের পুতুল সরকারের অবৈজ্ঞানিক পদক্ষেপের জন্যে কোভিড-১৯ অতিমারীর রূপ ধারণ করেছে। এই পুতুল সরকার অসমের জাতীয় উৎসব রঙালী বিহু উদযাপনকেও বর্জ্জন করার নির্দেশ দিয়েছিলেন। তাই এই সরকার কোন যুক্তিতে দুর্গা পুজো আয়োজনের নির্দেশ দিচ্ছেন। আলফা স্বাধীনের আরও প্রশ্ন হিন্দুদের সন্তষ্ট করার জন্যে অসম সরকার বিহু  হতে না দিয়ে দুর্গা পুজোর আয়োজনে ব্যস্ত হয়ে উঠেছে। তা হতে দেওয়া হবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.