Header Ads

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন রামকৃষ্ণনগরে, সমগ্ৰ অসমের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

 

জপমালা চক্রবর্তী, হাইলাকান্দি : গত ১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন উপলক্ষে সমগ্ৰ অসমের প্রত্যেকটি বুথে ভারতীয় জনতা পার্টির রাজ্যিক সভাপতি রঞ্জিত দাশের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই উপলক্ষে রামকৃষ্ণনগর বিজেপি মণ্ডলের ৭০ নং বুথ উত্তর কালাছুপ কালীবাড়ি প্রাঙ্গণেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত 

ছিলেন ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি বিকাশ রঞ্জন সিংহ, সাধারণ সম্পাদক সন্দীপ দত্ত, অনুসুচিত জাতি মোর্চার করিমগঞ্জ জিলা সভাপতি দিব্যেন্দু নাথ দাস, মণ্ডল সম্পাদিকা লাভলি পাল, মহিলা মোর্চার সম্পাদিকা দিপালী দাস, মণ্ডল সদস্যা রীনা সেন, বুথ সভাপতি দীপেন নাথ, বুথ সম্পাদক উত্তম দাস, প্রণতি বৈদ্য সহ অন্যান্য বুথ সদস্যগণ। বিশেষ সূত্রে এই খবরটি নয়া ঠাহরকে জানান হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.