Header Ads

বদরপু্র জলসম্পদ বিভাগের বাস্তুকারের মাধ্যমে বাস্তবায়িত হওয়া প্রকল্প বিশেষ

 


নয়া ঠাহর প্রতিবেদন, বদরপু্র : বদরপু্র জলসম্পদ বিভাগের বাস্তুকার মাঝারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে উনার কার্যকালের একটি সংক্ষিপ্ত পরিকল্পনা এবং তা বাস্তবায়নের কিছু তথ্য তিনি তুলে ধরেন। জানা যায়, বিগত ৭ নভেম্বর ২০১৯ এ তিনি পদোন্নতি পেয়ে বদরপু্র জলসম্পদ বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগ দেন। এই ৭ মাসের মধ্যে তিনি তিনটি SDRF পরিকল্পনা সম্পন্ন করেন এবং কিছু নদী ভাঙনের প্রকল্প, সরকারের কাছ থেকে অনুমোদন লাভ করেন। তাছাড়া, কাটিগড়া এলাকায় অবস্থিত মহাদেবপুর, বড়জুরাই, শান্তিপুর, লাঠিমারা, মাদারপুর ইত্যাদি অঞ্চলের জন্য কিছু প্রকল্পের অনুমোদন লাভ করেন। এছাড়া,  বহুদিনের দাবি অনুযায়ী সহকারী নির্বাহী প্রকৌশলীর নিজস্ব কার্যালয় নির্মাণের জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। কারণ, জলসম্পদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়টির নিজস্ব জমি না থাকায় বর্তমানে কাটিগড়ায় ভাড়া বাড়িতে অফিসটি চলছে। তাই, বর্তমান সরকারের উদ্যোগে ১০ কাঠা জমি পাওয়া গেছে বলে তিনি জানান। এবং সেখানে স্থায়ী অফিস বানানোর জন্য একটি প্ল্যান এবং ইস্টিমেট তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। সেইসঙ্গে বদরপুরের জন্য বিশেষকরে উমরপুর, চৈতন্যনগর, কৃষ্ণপুর ইত্যাদি অঞ্চলের জন্য সরকারের কাছে কিছু নতুন প্রকল্পের আবেদন জানিয়ে অনুমোদন চাওয়া হয়েছে বলে তিনি জানান। তাছাড়া, ইন্দো-বাংলা সীমানায় টুকুরগ্ৰাম নদী ভাঙনের বিষয়টি নিয়েও স্বরাস্ট্র মন্ত্রককে অবগত করার জন্য বিস্তারিত প্রকল্পের প্রতিবেদন প্রস্তুত করার কাজ চলছে। ইতিমধ্যে বরাক উপত‍্যকার বদরপুরে হাইড্রলজিকেল ডাটা কেন্দ্রের কাজ চলছে। বিশ্ব বেঙ্কের প্রকল্পটি কাজ আরম্ভ হয়েছে  বলে বিভাগীয় সূত্রে খবরটি প্রকাশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.