Header Ads

বিক্রমপুর সমবায় সমিতির স্থগিত বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

 


নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ কোভিড নিয়ম মেনে রবিবার সম্পন্ন হলো বিক্রমপুর সমবায় সমিতির স্থগিত সাধারণ সভা।বিহাড়া বাজার এম ভি স্কুলে আয়োজিত সভায় পৌরোহিত্য করেন সভাপতি হুরমত আলী। সভার শুরুতে বিগত বছরের আয় ব্যয় ও বিভিন্ন প্রস্তাব পাঠ করেন বিক্রমপুর সমবায় সমিতির সচিব সঞ্জয় বর্মণ। পরে সম্পাদকের প্রস্তুত করা আয়-ব্যয় সহ বিভিন্ন প্রস্তাব অনুমোদন করে সাধারণ সভা। ২০২০-২১ বর্ষের সমিতি প্রস্তাবিত বাজেট, প্রভিশনেল একাউন্ট ও সমিতির সভ্যদের ঋণ গ্রহণের উর্ধতম সীমা সম্পর্কে আলোচনা ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সাধারণ সভায়। ঐ দিন  সভা ২০২০-২১ বর্ষের সমিতির আভ্যন্তরীণ হিসাব পরীক্ষক হিসেবে রঞ্জিত রায়, বিপ্লব কর চৌধুরী, নাইম উদ্দিন বড়ভূইয়া ও  মণিশঙ্কর পুরকায়স্থকে নিযুক্তি প্রদান করে। বিগত বছরে সব খরচ বাদ দিয়ে সমিতির একুশ হাজার


টাকা আয় হয় বলে জানান সমিতির সচিব সঞ্জয় বর্মণ। সভায় কিছু ব্যক্তির সমিতির কর্মীর সাথে দুর্ব্যবহারের বিষয়ে আলোচনাক্রমে সদর্থক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া  হয়। বার্ষিক সাধারণ সভার আলোচনায় অংশগ্রহণ করেন অসিত দেব, বিপ্লব কর চৌধুরী, কুমুদ রায়, জয়দীপ দেব, রঞ্জিত রায়, অসীম দেব, মণিশঙ্কর পুরকায়স্থ, নিপু শীল, নাইম উদ্দিন বড় ভূইয়া, সভাপতি হুরমত আলী, সঞ্জয় বর্মণ, নিবাস দাস ও রবীন্দ্রনারায়ন আচার্য প্রমূখ। সভার শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সভাপতি হুরমত আলী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.