Header Ads

আসু, জাতীয়ায়তাবাদী যুব ছাত্র পরিষদ অসম জাতীয় পরিষদ নামে নতুন দলের জন্ম দিল

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : সারা অসম ছাত্র সন্থা বা আসুর ৩৫ বছর পর দ্বিতীয় রাজনৈতিক দল অসম জাতীয় পরিষদ আত্মপ্রকাশ করল রাজ্যের মানুষের ভবিষৎ সুনিশ্চিত করার লক্ষ্যে, দিল্লির প্রতারণার বিরুদ্ধে দলটি গঠন হল। তা এক ঐতিহাসিক সিদ্ধান্ত বলে আসু নেতা লুরিনজ্যোতি গগৈ মন্তব্য করেন। কৃষ্ণ গোপাল ভট্টাচার্য্য, বসন্ত ডেকা, জগদীশ ভূঁইয়া, রাজু ফুকন, হরেন চুতিয়া প্রমুখ ১৭ জনকে আহ্বায়ক নিয়োগ করে আজ আনুষ্ঠিকভাবে দলটি ঘোষণা করা হয়। আগামী নভেম্বর মাসে অধিবেশন ডেকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এই দল রাজ্যের প্রতিটি জনগোষ্ঠী, ধর্ম, ভাষা নির্বিশেষে প্রত্যেকের ঘরে ঘরে যাবে, এই লক্ষ্যে দলের স্লোগান হল ঘরে ঘরে আমি। লুরিনজ্যোতি প্রতিশ্রুতি দিলেন এই দল জনগণের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করবে না। দলকে সফল করার জন্যে রাজ্যের বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিকদের সহযোগিতা কামনা করেন। আগামী নির্বাচনে এই দল প্রতিদ্বন্দ্বিতা করবে সমুজ্জল ভট্টাচার্য, দীপাংক নাথ, লুরিনজ্যোতি গগৈ, কৃষ্ণ গোপাল ভট্টাচার্য, জগদীশ ভুঁইয়া প্রমুখ আজ আনুষ্ঠিকভাবে দলটি ঘোষণা করেন। এআইইউডিএফ সভাপতি বদরুদ্দিন আজমল নতুন দলকে স্বাগত জানিয়েছেন ইউ পি পি এল এ প্রমোদ বড়ো, সাংসদ অজিত ভুইঞা প্রমুখ নবগঠিত দলকে শুভেচ্ছা জ্ঞাপন করেছে। আসু এবং জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ মিলে নতুন দলটি গঠন করেপরিষদের প্রধান পলাশ চাংমা সহ নেতারা আশা পোষণ করেন, আগামী নির্বাচনে তারা দিসপুর মসনদ  দখল করবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.