Header Ads

ইউটিউবে ‘নিউজ ম্যানিয়া’ গোষ্ঠীর প্ৰথম মহালয়ার অনুষ্ঠান ‘দেবীর আবাহন’

 নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ১৭ সেপ্টেম্বরঃ
অতিমারি কোভিড-১৯ সৃষ্ট প্ৰতিকূল পরিস্থিতিতেও দুর্গা পুজোর আনন্দকে তো আর আটকে রাখা যায় না। তাই এই সংকটময় পরিস্থিতির মধ্যেও মা দুর্গাকে অন্তর দিয়ে আবাহন করেছে গোটা বিশ্বের বাঙালি। শুধু বাঙালি বললে ভুল হবে, দুর্গাপুজো বর্তমানে শুধু শারদীয় পুজোর মধ্যে না থেকে সাৰ্বজনীন আনন্দ উৎসবে পরিণত হয়েছে। প্ৰকৃতিও যে মা দুর্গাকে বরণ করতে নতুন সাজে সেজে উঠেছে। চারদিকে কাশফুলের পরিবেশ মা দুর্গার আগমনের বাৰ্তা নিয়ে এসেছে। কাশফুলের নিজের গন্ধ না থাকলেও পুজোর গন্ধ কিন্তু ঠিক বয়ে নিয়ে আসে। মহালয়া উপলক্ষে পশ্চিমবঙ্গের জনপ্ৰিয় ইংরেজি সাপ্তাহিক নিউজ ম্যানিয়া গোষ্ঠীর ইউটিউব চ্যানেলের প্ৰথম মহালয়ার অনুষ্ঠান  বৃহস্পতিবার বেলা ১২টায় সফলভাবে সম্প্ৰচারিত হল। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার উত্তরপূর্বাঞ্চলের জনপ্ৰিয় ওয়েব পোৰ্টাল ‘নয়া ঠাহর’। কিছুদিন আগে নিউজ ম্যানিয়া গোষ্ঠীর সঙ্গে ‘নয়া ঠাহর’এর বন্ধুত্বপূর্ণ সমঝোতা হয়েছে।  



 কল্লোল নস্করের পরিচালনায়, সাপ্তাহিক ট্যাবলয়েড নিউজ ম্যানিয়া-র সম্পাদক বর্ণালি বিশ্বাসের উদ্যোগে আয়োজিত  ‘দেবীর আবাহন’ শীর্ষক এদিনের মহালয়ার অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন কলকাতার যাদবপুরের রং বেরং-এর শিল্পী গোষ্ঠী। পরিচালনায় অর্প বৈদ্য, সায়ন্তন সেন, শুভম মাইতি, একা দত্ত প্রমুখদের সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে পূর্ণতা পেয়েছে। মহালয়ার এই অনুষ্ঠানে মা দুর্গার ভূমিকায় অভিনয় করেছেন জাদু সম্ৰাট জুনিয়র পি সি সরকারের কন্যা মৌবনি সরকার। অসুরের ভূমিকায় অভিনয় করেছেন আনন্দ ভুনিয়া। নৃত্য কোরিওগ্ৰাফি বনানি মিত্ৰের। অনুষ্ঠানটি সম্প্ৰচার হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই প্ৰচুর লাইক, সাবস্ক্ৰিপশন এসেছে। অনুষ্ঠানটি সফলভাবে সম্প্ৰচার করতে যারা সহযোগিতা করেছে -ফুড পাৰ্টনার ‘ওয়াও মোমো’, ‘ডেইলি ভোজ’, ‘কুহু’জ কিচেন’, ওয়েলনেস পার্টনার বিএনএস ক্লিনিক অ্যান্ড হেল্থ কেয়ার প্ৰাইভেট লিমিটেড, ভেনু পার্টনার এক্সপ্ৰেশন স্টাডি সেন্টার, সহযোগিতা করেছে মিডিয়াটোর পোস্ট, এমএফ মেডিকেয়ার, ট্ৰেসরক, মেঘা লিংকস স্টুডিও, চিত্ৰাঙ্গন প্ৰডাকশন, গর্ফা প্ৰেরনা ফাউন্ডেশন প্ৰত্যেকটি প্ৰতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়েছেন নিউজ মেনিয়ার সম্পাদক বর্ণালি বিশ্বাস। অনুষ্ঠানটি সম্প্ৰচার এবং তথ্য প্ৰযুক্তিগত ভাবে যারা সহযোগিতা করেছেন ক্ৰমে ‘নয়া ঠাহর’-এর সহযোগী সম্পাদক রিংকি মজুমদার, তথ্য প্ৰযুক্তি প্ৰধান অভিষেক কর, নিউজ ম্যানিয়া গোষ্ঠীর দীক্ষা বর্মা, শৌভিক কুণ্ডু, মৌসুমী ভৌমিক প্ৰমুখ।       





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.