স্বাস্থ্যের অবনতি, আইসিইউতে ভর্তি প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ
নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ২৪সেপ্টেম্বরঃ অসমের তিন তিন বারের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈয়ের স্বাস্থ্যের অবনতি হলে বৃহস্পতিবার তাঁকে জিএমসিএইস-এর আইসিইউতে ভর্তি করা হয়। এদিন ভোরে তিনি শ্বাসপ্ৰশ্বাস নিতে অসুবিধা বোধ করলে তাঁকে সকাল ১০ টার দিকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
আগস্টের ২৬ তারিখ তিনি অতিমারি কোভি-১৯ পজিটিভ বলে ধরে পড়েন। তাঁর পর থেকেই তাঁর হাসপাতালে চিকিৎসা চলছিল। তাঁকে প্লাজমা থেরাপি চিকিৎসাও দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সংকটমুক্ত বলে হাসপাতাল সূত্ৰে জানা গেছে। দিল্লি থেকে গুয়াহাটি এসে পৌঁছেছেন ছেলে তথা সাংসদ গৌরব গগৈ। প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ কো মর্বিডিটি থাকার কারণে প্ৰয়োজন হলে পরবর্তী চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লিতে নেওয়া হতে পারে।
কোন মন্তব্য নেই