Header Ads

বিধানসভাতে এক ডজনের বেশি প্রশ্ন করে একাই লড়ে গেলেন কমলাক্ষ্য, বিজেপির মুখে কুলুপ, প্রশ্ন করলেই টিকিট কাটা যাবে যে !



অমল গুপ্ত, গুয়াহাটি : শরৎকালীন বিধানসভার চার দিনের অধিববেশন, বরাকের বিজেপি বিধায়কদের খুঁজে পাওয়া গেল না। উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ্য দে পুরকায়স্থ একাই রাজত্ব করলেন চারদিনে এক ডজনের বেশি প্রশ্ন করে ছিলেন বরাকের বিজেপি বিধায়করা এবার টিকিট পাবে কিনা আশংকাতে ভুগছেন চার-পাঁচজনের টিকিট কাটার সম্ভবনা আছে। বিধানসভাতে প্রশ্ন করে আর ঝুঁকি নিতে চাইলেন না। ৩১ আগস্ট বিধানসভার প্রথম দিন প্রবেশ দ্বারে হাতে প্ল্যাকার্ড নিয়ে কমলাক্ষ্য এনআরসি-র চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ হয়নি, ১৯ লক্ষ মানুষের ভাগ্য ঝুলে আছে। অনেকের মৃত্যু হয়েছে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি শিলচর মেডিক্যাল কলেজ,  ভাষা শহিদ, বরাকে মৈত্রী উৎসব,  বরাক নদীর খনন,  করিমগঞ্জ জেলাতে মোবাইলে নেটের সমস্যা,  শহরে জল জমা,  বিজ্ঞান শিক্ষক, করিমগঞ্জ পুরসভার শতবর্ষ উদযাপন, পরিযায়ী শ্রমিকদের সমস্যা, কোভিড-১৯ সংক্রমণ নিয়ে প্রশ্ন, রাজ্যে পাঁচ বছরে অপরাধ জনিত ঘটনা, বন্যা সমস্যা প্রভৃতি এক ডজনের বেশি প্রশ্ন করলেও অধিকাংশের সঠিক জবাব পাননি বরাকের প্রতি দিসপুরের দৃষ্টিভঙ্গির কোনও পরিবর্তন হয়নি। শিলচরের বিশিষ্ট ডাক্তার রাজদীপ রায়, সাংসদ হয়েও শিলচর মেডিক্যাল কলেজে অত্যন্ত জরুরি নিউরোলজি বিভাগ আনতে পারলেন না কার্ডিওলজি বিভাগ আনতে ব্যার্থ হয়েছেন। দক্ষিণ অসমের একমাত্র শহর শিলচর মেডিক্যাল কলেজের দুটি গুরুত্বপূর্ণ বিভাগ নেই বিজেপি বিধায়করা বিধানসভাতে দাবি জানাতে পারতেন। কয়েকদিন আগেই দেখলাম ডাক্তার রায় স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে প্রশংসায় ভরিয়ে দিলেন। স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সেপ্টেম্বরে ২৪টি নার্স সহ ৪০টি  বেডের আইসিইউ দেওয়া হবে। খালি পদগুলো কবে পূরণ হবে? জবাব নেই। দিসপুর বরাকের স্বাভিমানকে আঘাত করেছে আজ পর্যন্ত শিলচর রেল স্টেশনকে ভাষা শহিদ স্টেশন হিসাবে মর্যাদা দেওয়া হল না ১১ জন শহিদকে স্বীকৃতি পর্যন্ত দিল না  আর্থিক সাহায্যও দিল না। বিজেপি সরকার ক্ষমতায় আসার মাসখানিকের মধ্যে ৮৫৫ জন শহিদকে পাঁচ লক্ষ করে দিয়েছে আসাম আন্দোলনের শহিদদের নিকট পরিজনরা আর্থিক সাহায্য পাবেন অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন   ভাষা শহিদদের দেওয়া হবে। সাংসদ রাজদীপ রায় সেই আশ্বাসের কথাটা বন্ধু মন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে পারবেন কি? বিজেপির বরাকের বিধায়করা কি বলেন, তাদের সৎ সাহস আছে দাবি আদায় করার?  মিথ্যা আশ্বাস দিয়ে যদি ভোট পাওয়া যায়, সত্যি কথা বলার কি প্রয়োজন?  বরাকে বিশেষ করে করিমগঞ্জ জেলার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে কমলাক্ষ্য কতবার বিধানসভাতে ধরনা দিয়েছেন তার হিসাব নেই। স্পিকার হিতেন্দ্র নাথ গোস্বামী ব্যক্তিগত উদ্যোগ নিয়ে অফিসারদের চেম্বারে ডেকে এনে বিদ্যুৎ সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন সমাধান হল কি?   দিসপুরের সদিচ্ছার অভাব আছে। অসমের আইন শৃঙ্খলা ব্যবস্থা যে কত খারাপ তা কমলাক্ষ্যের এক প্রশ্নের জবাবে জানা গেছেগত পাঁচবছর অপহরণ হয়েছে ৩৪,৯৬২ জনধর্ষণের ঘটনা ঘটেছে ৯১৪৩ জনহত্যা করা হয়েছে হাজারের বেশি জনকে। বরাক নদীর খনন কতদূর হল খবর নেই। জবাব নেই। সব ভাষা উন্নয়নে সরকার টাকা দিয়েছে বরাকে মৈত্রী উৎসব হল, বাঙালি সংগঠন ডাক পেল নাসরকার জবাব দিয়ে বলেছে, বেঙ্গলি কোরাস, বাংলা লোকগীতকে মৈত্রী উৎসবে সুযোগ দেওয়া হয়েছেবেঙ্গলি কোরাস কি? বিধানসভাতে নব কুমার দলের এই জবাব পেয়েছেন কংগ্রেস বিধায়ক, বিজেপি বিধায়করা কি করছেন?  তাদের তো সরকারকে সন্তুষ্ট করতেই হবে। প্রশ্ন করলেই টিকিট কাটা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.