Header Ads

হাইলাকান্দিতে শিক্ষক দিবস উদযাপিত


সানি রায়, হাইলাকান্দি : করোণা অতিমারির জন্য সীমিত পরিসরে ৫৯ তম শিক্ষক দিবস সরকারি ভাবে পালিত হল হাইলাকান্দিতে। এবছর যদিও কোনো শিক্ষক কে সংবর্ধনা জানানো হয় নি। তবে বিশেষ ভাবে হাইলাকান্দি জেলায় শিক্ষক দিবস উদযাপন করা হয়। এদিন জেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে হাইলাকান্দি শহরের খণ্ড শিক্ষা আধিকারিক এর সভাকক্ষে অনাড়ম্বর আয়োজনে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও প্রদীপ প্রজ্বলন করে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে শিক্ষক দিবস উদযাপন সমিতির পতাকা উত্তোলন করেন শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক রনদীপ কুমার দাম । তারপর রনদীপ কুমার দামের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুল সমূহের পরিদর্শক তথা জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক ইকবাল হোসেন বড়ভূইয়া। তিনি শিক্ষক দিবসের প্রেক্ষাপটে ডঃ সর্বপল্লী রাধা কৃষ্ণনের কর্মময় জীবন এবং শিক্ষক দিবসের সূচনার বিষয় তুলে ধরেন। তাছাড়া প্রাসঙ্গিক বক্তব্য রাখেন পাঁচগ্রাম হাইস্কুলে প্রধান শিক্ষক তথা একাডেমিক সচিব আব্দুল শুক্কুর চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সচিব সৈয়দ আহমেদ লস্কর, জেলা এম ভি এসোশিয়েশনের সম্পাদক শ্যামসুদ্দিন বড়ভূইয়া, এম ই শিক্ষক সংস্থার রাজ্যিক প্রতিনিধি ইয়াহিয়া লস্কর, হরিচরণ মহামায়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা রীতা চন্দ প্রমুখ শিক্ষক দিবসের দায়িত্ব কর্তব্যের পাশাপাশি বর্তমান সময়ে যেভাবে শিক্ষকরা প্রতিকুল পরিস্থিতির মধ্যে নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন এব্যাপারে বিভিন্ন খতিয়ান তুলে ধরেন। রণদীপ কুমার দাম শিক্ষক দিবসের  অভিনন্দন জানান এবং শিক্ষক দের পরিশ্রমের কথা ও তুলে ধরেন।ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন খণ্ড শিক্ষা আধিকারিক রাজেশ চক্রবর্ত্তী। অবশেষে সদ্য প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা প্রত্যেকের আত্মার চির শান্তি  ও সদগতি কামনা করে এদিনের আয়োজনের যবনিকা পড়ে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.