Header Ads

আকসা আলফাকে সতর্ক করে বলে দুর্গা পূজা বন্ধ করার কথা বলার অধিকার নেই

 



নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর-গুয়াহাটি : স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ আবার রাজ্যবাসীর কাছে আহ্বান জানালেন আগামী দুর্গা পুজো খুবই সংক্ষিপ্তভাবে উদযাপন করার জন্যে করোনা সংক্রমণ দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে আগামী নভেম্বর ডিসেম্বরে পরিস্থিতি ভয়ানক হবে প্রতিদিন এই মারণ রোগ লাফিয়ে লাফিয়ে বাড়ছেশুধু গুয়াহাটিতে ৯০ জন পজিটিভ রুগী মারা গেছেন রাজ্যে ১ লক্ষ ৩৮ হাজার ৩৩৯ জন পৌঁছিয়ে গেছে এপর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩০ জনের। গত শুত্রুবার আক্রান্ত হয়েছে ২৫৩৮ জন, ওইদিন ১৬ জনের মৃত্যু হয়েছিল এখন বয়স্ক মানুষ নয় ৩০,৪০ বছরের যুবক যুবতীও আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। অসমে কামরূপ মেট্রোতে আক্রান্তের সংখ্যা সর্বাধিক, তারপর ডিব্রুগড় তৃতীয় স্থানে কাছার মৃত্যুর হার বেশি কাছাড়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে মন্ত্রী বিনম্রতার সঙ্গে আসন্ন দুর্গা পূজা কেবল কমিটির লোকজন ও পূজারীদের নিয়ে সংক্ষিপ্তভাবে উদযাপন করার আহবান জানান। তিনি বলেন, ঘরে ঘরে গিয়ে প্রসাদ বিতরণ করা যেতে পারে। অন্যান্যবারের মত অষ্টমী নবমীর মত পূজা হলে ভয়ানকভাবে সংক্রমণ বেড়ে যাবে নিয়ন্ত্রণ করা যাবে না। কি পরিস্থিতি হবে তা ভাবতেও পারা যাচ্ছে না বলে মন্ত্রী মন্তব্য করেন। এদিকে, সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সন্থা বা আকসা দুই উপদেষ্টা অধ্যাপক নিরঞ্জন দত্ত, রুপম নন্দী পুরকায়স্থ, আহ্বায়ক সাহিদুর রহমান এক বিবৃতিতে আলফা স্বাধীনকে সতর্ক করে দিয়ে বলেছেন আলফা জনমনে আতঙ্ক ছড়ানোর জন্যে সব জাতিগোষ্ঠীর বৃহত্তম উৎসব দুর্গা পুজো বর্জ্জন করার আহ্বান বরদাস্ত করা যেতে পারে না। ১১ সেপ্টেম্বর শিলচর সেন্ট্রাল কমিটি থেকে জারি করা বিবৃতিতে আকসা অভিযোগ করেছে, আলফা দশকের পর 

দশক ধরে অসংখ্য নিরাপরাধ মানুষকে হত্যা করে জনগণ তথা দেশের সম্পদ নষ্ট করেছেবলপূর্বকভাবে চাঁদা তুলে লুটতরাজ করে অসমের ভাবমূর্তিকে বিনষ্ট করেছেতারা আর জাতির অভিভাবক নয়, এবার দুর্গা পূজার নামে উস্কানি দিয়ে হীন স্বার্থ চরিতার্থ করার খেলায় মেতেছে। আকসা বিবৃতিতে বলেছে, কোভিড প্রটোকল মেনে গণেশ পুজো, ঈদ-উল-ফিতর, বাসন্তী পূজা প্রভৃতি ছোট করেও পালন করা হয়েছে। বিহু উৎসবের সময় বাঙালিরা নববর্ষ উদযাপন করেছে, হালখাতা মহরত হয়, কোনো বাধা আসেনিএবার নিয়ম নীতি অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে দুর্গা পুজো উদযাপনের ভাবনা চিন্তা শুরু হয়েছে,  তাই দুর্গা পূজা নিয়ে দেশদ্রোহী সংগঠন আলফার মাথা ব্যথার কারণ থাকতে পারে না। গত ৪  সেপ্টেম্বর এপি এস ইউ /০০১৫/২০২০ চিঠিতে আলফার লেফটেন্যান্ট কর্নেল অরুনোদয় অসম ইস্টার্ন কমান্ডের সহকারী পরিচালক রাজ্যবাসীকে বৈপ্লবিক অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা জ্ঞাপন করে বলেছেন, এই প্রথম অসমের জাতীয় উৎসব রঙালী বিহু পালন না করার নির্দেশ দিয়েছিল সরকারসেই সরকার এখন দুর্গা পূজা উদযাপনের নির্দেশ দিচ্ছে কোন যুক্তিতে? মোদিকে সন্তষ্ট করার জন্যে অতি হিন্দু হওয়ার জন্যে অসম সরকারের এমন জনস্বাস্থ্য বিরোধী পদক্ষেপকে ধিক্কার দিয়ে দুর্গা পুজার আয়োজন বন্ধ করার আহ্বান জানিয়ে আলফা লেফটেন্যান্ট কর্নেল বলেন,  অসম সরকারের এই পদক্ষেপের ফলে করোনা সংক্রমণ বৃদ্ধি পাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.