কোনো দুর্নীতি ধরা পরে না, কারো শাস্তিও হয় না : অভিযোগ কংগ্রেসের
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসম পুলিশের
মধ্যে আছে ঘুঘুর বাসা, আর বিজেপির একাংশ কর্মী এবং সরকারি কর্মচারীরা
মিলে বহিরাগত ঠিকাদারদের সঙ্গে মিলে গোপন আঁতাত গড়ে তুলেছে। তারা বিজেপি সরকারের
মুখে কালি লেপছে, মুখ্যমন্ত্রী কড়া কোনো ব্যবস্থা নিতে পারছেন
না। বাজারে আগুন, খাদ্যমন্ত্রী একজন মুনাফা খোর কে জেলে পুড়তে
পারেনি। সব দিকে দুর্নীতি আর দুর্নীতি, বন বিভাগ,জল সেচ বিভাগ, এপিএসসি, বিদ্যুৎ বিভাগের দুর্নীতির জন্যে ইন্টারভিউর পর
পুলিশ বিভাগের দুর্নীতি,সব সীমা ছাড়িয়ে গেছে বলে কংগ্রেস অভিযোগ করেছে।
মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল মুখে কড়া ব্যবস্থা গ্রহনের কথা বললেও কারও কড়া
শাস্তি হয় না। প্রধান অভিযুক্ত পুলিশ
কর্মী, যার প্রেসে প্রশ্নপত্র প্রিন্ট হয়েছে তারা
বিজেপির নেতা তাদের শাস্তি হবে কি ? সেবা কার্য্যালয়ে দুর্নীতির অভিযোগ
বহুদিনের, সরকার এতদিন
বাদ এক জনকে ধরেছে।
কোন মন্তব্য নেই