Header Ads

করোনা চিকিৎসা নিয়ে যারা সমালোচনা করছেন তারা বরঞ্চ দিল্লি কিংবা কলকাতায় যান : হিমন্ত বিশ্ব শর্মা



অমল গুপ্ত, গুয়াহাটি : অসমে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। ১ লক্ষ হাজার ৪০০ জন আক্রান্ত হয়েছেনমৃত্যু হয়েছে ৩০৬ জনেরসুস্থ হয়ে উঠেছেন ৮৫ হাজার ৪৫৮ জনতবে সংক্রমণের হার বেড়ে হয়েছে ,২৬ শতাংশ এই প্রেক্ষাপটে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, কোভিড মোকাবিলায় অসম দেশের মধ্যে মডেল হয়ে উঠেছে। আমাদের তুলনা মহারাষ্ট্রের সঙ্গে ত্রিপুরার সঙ্গে কখনো নয়। তিনি বলেন, বিরোধীরা সমালোচনা করছে, আমি নাকি রাজনীতি করছি যারা এই সমালোচনা করেছেন তাদের দিল্লি বা পশ্চিমবঙ্গে চলে যাওয়া উচিত বলে শর্মা মন্তব্য করেন। তুণামূলকভাবে অসমে মৃত্যুর হার অনেক কম। তিনি আরও বলেন, সরকার কোভিড রুগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করেছে। আমরা তো শেষ পর্যায়ে পৌঁছিয়ে গেছিএখন বিরোধীরা বলছেন, আমরা অর্থ নিচ্ছি। এতদিন রুগীর খাবার দাবার সব ঔষুধপত্র, এমন কি মগ, বালতিও বিনা পয়সায় দিয়েছি। আমরা এখন কয়েকটি ক্ষেত্রে অর্থ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট দিলে টাকা দিতে হবে  নার্সিং হোম থেকে প্লাজমা কিনলে কিটের দাম দিতে হবে। বলেন, আমরা কিভাবে প্লাজমা নিয়ে শিলচর গিয়েছি তা বরাকের বিধায়ক কমলাখ্য দে পুরকায়স্থ জানেন। সম্পূর্ণ বিনা পয়সায় তা দিয়েছি। কংগ্রেস বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া অভিযোগ করেন করোনা নিয়ে রাজনীতি হচ্ছে তার নাজিরা বাড়িতে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছিলতাকে বেরোতে দেওয়া হয় নি, অথচ স্বাস্থ্য কর্মী কাউকে দেখা গেল না। কংগ্রেস দলের রকিবুল হোসেন অভিযোগ করেন, কংগ্ৰেস সাংসদদের ১৪ দিন কয়রেন্টিনে রাখা হলো, অথচ বিজেপি মন্ত্রী-নেতারা মণিপুর থেকে বিধায়ক নিয়ে এসে দিল্লি গেল আবার গুয়াহাটি ফিরে এলো, তাদের কয়রেন্টিন যেতে হলো না। আজ বিধানসভাতে কংগ্রেস দলের রূপজ্যোতি কুর্মি কোরোনা নিয়ে সরকার রাজনীতি করছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, এই রোগের নামে সরকার নাটক করছে ধেমালি করছে। দেবব্রত শইকিয়া ও রকিবুল হোসেন অবশ্য সেই অভিযোগ খণ্ডন করেন। তিনি বলেন, তরুণ গগৈর চিকিৎসার ক্ষেত্রে হিমন্ত বিশ্ব শর্মা ভালো কাজ করছেন। আজ বিধানসভাতে শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৯৭,৫৪৫ লক্ষ টাকার দাবি মঞ্জুরি পেশ করেন  শিক্ষা খাতের এই দাবি মঞ্জুরির বিতর্কে কমলাখ্য দে পুরকাযস্থ, দেবব্রত শইকিয়া, রফিকুল ইসলাম, রূপজ্যোতি কুর্মি, আমিনুল ইসলাম,  গুরুজ্যোতি দাস,  দেবনন্দ হাজরিকা, সত্যব্রত হাজরিকা প্রমুখ কংগ্রেস, এআইইউডিএফ এবং বিজেপি দলের সদস্যরা অংশগ্রহণ করেন। করিমগঞ্জে ১৯৪৭ সালের পুরোনো কলেজে ছাত্র সংখ্যা বেশি, এক সরকারি  কলেজ স্থাপনের জন্য কমলাখ্য দাবি জানান শিক্ষামন্ত্রী জানান, করিমগঞ্জে জমির অভাব আছে। যদি জমির ব্যবস্থা করে দিতে পারে তবে এক সরকারি কলেজ স্থাপনে সরকারের আপত্তি নেই। আজ শিক্ষামন্ত্রী অসমে শিক্ষা বিভাগের রাজনীতি নেই মেধার ভিত্তিতে নিয়োগ চলছেসরকারি বিদ্যালয়ের পরিবেশ ভালো হয়েছে, ৪০ লক্ষ ছাত্র, সরকারি বিদ্যালয়ে পাশের হার ১০০ শতাংশের কাছেই সরকার এখন বেসরকারি কলেজকে গুরুত্ব দেবে না।  সরকারিভাবে কলেজে স্থাপন করবে। ইতিমধ্যে ১০  টি করেছে, এবার টি মহিলা কলেজ সহ ১৫ টি কলেজ স্থাপনের অনুমোদন পাওয়া গেছে। ২০০৬  সালের আগের কলেজে অনুমোদন দেওয়া হবে না। তবে বিটিসি চুক্তির জন্যে বিশেষ প্রয়োজন ভিত্তিতে বা নীড় বেশ কলেজের অনুমোদন দেওয়া যেতে পারে। তিনি জানান, রাজ্যে ৭৫  হাজার প্রাক-প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে, হাজং, ডিমসা, বড়ো প্রভৃতি জনগোষ্ঠী নিজেদের মাতৃ ভাষাতে পড়াশুনা করতে পারবে। আগামী নভেম্বর মাস থেকে অসমের সব টোল, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। দাবি করেন অসম একমাত্র রাজ্য যেখান সাড়ে পাঁচ লাখ ছাত্রকে বিনা মূল্যে বিদ্যালয়ে কলেজে ভর্তি করা হয়।
বিধানসভা বসার আগে বিধানসভার প্রবেশ মুখে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব। মুখার্জির এক প্রতিকৃতিতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, অধ্যক্ষ হিতেন্দ্র নাথ গোস্বামী, অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রমুখ ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.