Header Ads

লকডাউনে গৃহবন্দি কুম্ভীরগ্রাম বিমান বন্দরের MES কলোনির বাসিন্দারা

হিতাংশু শীল, উধারবন্দ : রাজ্য সরকারের তরফ থেকে লকডাউনে কিছু শিথিলতা আনলেও গৃহবন্দি অবস্থায় রয়েছেন কুম্ভীরগ্ৰাম বিমান বন্দরের গেইটের ভিতরে বসবাস করা MES কলোনি ও মসজিদ কলোনির প্রায় পাঁচ শতাধিক পরিবার বলে অভিযোগ। জানা যায়, গতকাল সকালে স্থানীয় বাসিন্দা প্রনয় বৈদ্য, পুলক গোস্বামী, অরূপ দাস, কাজল দাস ও উত্তম ঘোষ-রা সাংবাদিক ডেকে অভিযোগ করে বলেন, গত তিন মাস থেকে উনাদের গেইটের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। এমনকি ২৪ ঘন্টা গেইট বন্ধ করে রাখার পাশাপাশি স্থানীয়দের নানাভাবে হেনস্থা করে আসছে বিমান বন্দর কর্তৃপক্ষ। ফলে উনারা বাজারে গিয়ে শাকসবজি তথা রেশন দোকান থেকে রেশন পর্যন্ত নিয়ে আসতে পারছেন না। তাই কখনও কখনও উনাদের অনাহারে দিন কাটাতে হচ্ছে। তাই গতকাল গ্ৰামের সবাই বিমানবন্দরের গেইটের সামনে ধর্ণায় বসেন। পরে বিমান বন্দর কর্তৃপক্ষ তাদের চাপের মুখে পড়ে এক দিনের জন্য গেইট খুলে দেন বলে জানান এদিনের অভিযোগকারীরা। তাই কুম্ভীরগ্ৰাম বায়ুসেনার বিমান বন্দরের অনৈতিক হয়রানি বন্ধের জন্য জিলা প্রশাসন সহ ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার অভিযোগকারীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.