Header Ads

লামডিঙে গণেশ চতুর্থী পালন


স্বপন দাস, লামডিং : আজ গণেশ চতুৰ্থী সমগ্ৰ দেশেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হচ্ছে। রেল শহর লামডিঙেও পালন করা হয় গনেশ চতুৰ্থী৷ লামডিঙের গান্ধী কলোনীতে অনুষ্ঠিত হচ্ছে গনেশ পূজা। দক্ষিণ ভারতীয় সম্প্ৰদায় লোকেদের সাথে অঞ্চলের বিভিন্ন সম্প্ৰদায়ের লোকেদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছরের মত এবারও পাচঁ দিনের কাৰ্মসূচীতে এই পূজা অনুষ্ঠিত করা হয়৷ কোভিড ১৯র জন্য সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী এবারের পূজা অনুষ্ঠিত করা হচ্ছে বলে গণেশ চতুৰ্থী পূজার উদ্যোক্তারা জানান। যার ফলে অন্যান্য বছরের মত গণেশ মন্দিরে তেমন কোনো ভির পরিলক্ষিত হয়নি ভক্তদের। তবে কিছু সংখ্যক ভক্ত ধূপ-দীপ জ্বলিয়ে দেওয়ার সাথে পূজার  নৈবেদ্য দিয়ে যাচ্ছেন। অন্যদিকে, লামডিঙের ব্রীকফিল্ড এবং ক্ৰসিং গেট অঞ্চলেও প্রতি বছেরের মতো এবারও পরম্পরাগতভাবে গণেশ চতুৰ্থী পালন করা হচ্ছ সরকারি নিয়ম মেনে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.