Header Ads

হাতিখালিতে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের শিলান্যাস করলেন মন্ত্রী চন্দন ব্রহ্ম


বিপ্লব দেব, হাফলং, ২১ আগষ্টঃ ডিমা হাসাও জেলার প্রত্যন্ত গ্রাম গুলির উপজাতি জনগোষ্ঠীর ছাত্রছাত্রীরা যাতে শিক্ষা ক্ষেত্রে উপযুক্ত সুযোগ সুবিধা পেতে সক্ষম হয় সেই লক্ষ্যেই ডিমা হাসাও জেলায় চারটি একলৈব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল নির্মান করা হবে। শুক্রবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের হাতিখালি নির্বাচন কেন্দ্রের আরদাওপুর গ্রামে একলৈব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের শিলান্যাস করেন রাজ্যের পর্যটন ও জনজাতি কল্যান মন্ত্রী চন্দন ব্রহ্ম। এদিন ওই স্কুলের শিলান্যাস করে মন্ত্রী বলেন  প্রত্যন্ত গ্রামাঞ্চলের  উপজাতি জনগোষ্ঠীর ছাত্রছাত্রীরা যাতে উপযুক্ত শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে ১৯৯৭-৯৮ সালে প্রথমবার কেন্দ্রের উপজাতি বিষয়ক মন্ত্রালয়ের হস্তক্ষেপে কেন্দ্রীয় সরকার শিক্ষা ক্ষেত্রে এই প্রকল্প চালু করে সমগ্র দেশ জুরে বলে মন্তব্য করেন মন্ত্রী চন্দন ব্রহ্ম। শুক্রবার হাতিখালিতে একলৈব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের শিলান্যাস অনুষ্ঠানে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা বলেন ডিমা হাসাও জেলায় মোট ২৪ কোটি টাকা ব্যয় করে জেলায় চারটি একলৈব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল নির্মান করা হবে প্রতিটি স্কুলে ৪০০ ছাত্রছাত্রী পড়াশুনা করতে পারবে এবং ওই স্কুল গুলোতে শিক্ষা দেওয়া হবে সম্পূর্ন বিনামূল্যে থাকবে ছেলে মেয়েদের জন্য পৃথক পৃথক হোস্টেলের ব্যবস্থা এবং এতে থাকা খাওয়ার সুবিধা সহ স্কুলের ইউনিফর্ম থেকে পাঠ্যপুস্তক সব মিলবে বিনামূল্যে বলে জানান সিইএম দেবোলাল গার্লোসা। এদিন এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকেন জেলাশাসক পল বরুয়া পার্বত্য পরিষদের ইএম স্যামুয়েল চাংসন ইএম নন্দিতা গার্লোসা পরিষদ সদস্য বিমল হোজাই প্রমুখ।  ছবিঃ শুক্রবার হাতিখালি আরদাওপুরে একলৈব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের শিলান্যাসে মন্ত্রী চন্দন ব্রহ্ম ও সিইএম দেবোলাল গার্লোসা। হাতিখালিতে বক্তব্য রাখছেন মন্ত্রী চন্দন ব্রহ্ম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.