Header Ads

লামডিঙে নন্দিনী পরিবারে আসছেন মানস চৌধুরী এবং দেবজিত সাহা

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি: রেল শহর লামডিঙ এ রেল ছাড়া আর যে ব্যাপারটি লামডিঙকে অসমের মধ্যে একটি জায়গায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে, তা হল সংস্কৃতি জগত। প্রায় গোটা বছর ধরেই সাহিত্য সংস্কৃতির চর্চা হয় এই শহরে। এবছর পৃথিবীর অসুখ থাবা বসিয়েছে সেই আনন্দে। কিন্তু যারা আনন্দ-সায়রে ভাসতে চান,তারা তো আর চুপ করে বসে থাকতে পারেন না। তাই সোসিয়েল মিডিয়াকে কাজে লাগিয়ে শারীরিক দূরত্ব বজায় রেখেও চলে আসছেন একে অপরের একেবারে মনের কাছাকাছি। তারই উদাহরণ হল fb live এর অনুষ্ঠানগুলো। এরকমই একটি মহিলা পরিচালিত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা নন্দিনীর fb গ্রুপে নানা বর্ণময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে।
এপর্যন্ত প্রায় আড়াইশ শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিত্ব এসেছেন এই গ্রুপের অন-লাইন/অফ-লাইন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানকে ঋদ্ধ করতে আগামী চৌঠা অগাস্ট সপ্তাহব্যাপী কিশোর কুমার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আসছেন 2005 এর Zee tv  সারেগামাপার বিজয়ী,ভারত কণ্ঠ দেবজিত সাহা। আগামী 7ই আগস্ট 22শে শ্রাবণের তিনদিনব্যাপী অনুষ্ঠানে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে নন্দিনী পরিবারে আসছেন বিশিষ্ট সমাজকর্মী তথা মেঘালয়ের প্রাক্তন শিক্ষামন্ত্রী মাননীয় মানস চৌধুরী। অতিমারীর থাবা থেকে এই শহরকে কিছুটা স্বস্তি দিতে দেশ-সীমানার গণ্ডি পেরিয়ে আমেরিকা বাংলাদেশের শিল্পীরাও এসেছেন। শুক্রবার হেমন্ত মুখোপাধ্যায়ের স্নেহধন্য সৌমিত্র বন্দ্যোপাধ্যায় আবার আসছেন নন্দিনী পরিবারে। সকলক দর্শককে নন্দিনীর পরিবারে আমন্ত্রণ জানান সম্পাদিকা তাপসী বড়ুয়া।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.