Header Ads

আসু এক রাজনৈতিক দল : হিমন্ত বিশ্ব শর্মা


অমল গুপ্ত, গুয়াহাটি : অসম চুক্তির ৬ নম্বর দফা রূপায়ণ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে দেওয়ায় আসুর সমালোচনার পরিবর্তে কংগ্রেস সহ অন্যান্য দল আসুকে সমর্থন করছে। প্রদেশ সভাপতি রিপুন বরা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ আসুকে সমর্থন করছে। অপরদিকে, স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ আসুকে আক্রমণ করে বলেন, আসু এখন একটি রাজনৈতিক দল। সেই দলের ১২ সদস্য অসমীয়ার সংজ্ঞা নির্ধারন করতে পারে না। বিধানসভাতে সেই সংজ্ঞা নির্ধারণ করা হবে। এই কমিটির সময়সীমা দু'বছর। বিধানসভার ৮০ টি আসনে সীমা নির্ধারণ বা ডেলিমিটিসন করতে হবে। কেন্দ্রীয় সরকারের এই কমিটি বসে নেই কাজ করছে, আসু ভাবছে প্রতিবেদন লুকিয়ে রাখা হয়েছে। তা নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শ্বাহ উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ দৃষ্টি দিয়েছেন। মন্ত্রী বলেন, ১৯৫১ সালকে ভিত্তি বছর করে এন আর সি করা যেতে পারে না, অসম্ভব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.