Header Ads

প্রোজেক্সেল ফাউন্ডেশনের ১০দিনের ‘ধরোহর উৎসব’ শুরু

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ  প্রোজেক্সেল ফাউন্ডেশন এর উদ্যোগে আজ থেকে শুরু হল ১০ দিনের  ‘ধরোহর উৎসব’। শনিবার ফেসবুকের লাইভ প্রোগ্রামের মাধ্যমে এই উৎসবের সূচনা হয়। বিশিষ্ট  কত্থক শিল্পী  গুরু বিজয় শ্রীবাস্তব উৎসবের সূচনা করেন । বিভিন্ন শিল্পী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। শ্ৰীকৃষ্ণের জন্মাষ্টমীর ওপর ভিত্তি করে এই উৎসবের নামকরণ করা হয়েছে ‘ধরোহর উৎসব’।
 এখানে উল্লেখ করা যেতে পারে, হিন্দুদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব জন্মাষ্টমী। প্রচলিত বিশ্বাস মতে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কংসের কারাগারে জন্ম গ্রহণ করেন। তাই এইদিনটি জন্মাষ্টমী নামে খ্যাত। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের মূল লক্ষ্য ছিল সমাজ থেকে অশুভ শক্তির বিনাশ করে শুভশক্তির প্রতিষ্ঠা  করা। সমগ্র বিশ্বের কল্যাণ করা। অতিমারি করোনা সংক্রমণের এই সংকটময় পরিস্থিতিতে সমস্ত  অশুভ শক্তির বিনাশ হয়ে সমগ্র বিশ্বের মঙ্গলকামনায় জন্মাষ্টমীর এই পূণ্য তিথিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান প্রোজেক্সেল ফাউন্ডেশনের স্বত্ত্বাধিকারী সীমা পুরকায়স্থ রায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.