Header Ads

উত্তর-পূর্ব ভারতের বাংলা সাহিত্যচর্চার ইতিহাস ভবিষ্যত



বাসব রায়ঃ গোয়াহাটী
উত্তর-পূর্ব ভারতের বাংলা সাহিত্যচর্চার ইতিহাস ভবিষ্যতে কোন গবেষক সন্নিবিষ্ট করবেন জানি না, আমি শুধু যাঁদের পড়েছি, সামান্য হলেও, তাঁদের নাম লিখে রাখতে চাই।
কবিতা
অনঙ্গমোহিনী দেবী, দেবেন্দ্রকুমার পালচৌধুরী, অশোকবিজয় রাহা, হেমাঙ্গ বিশ্বাস, মৃণালকান্তি দাস, রামেন্দ্র দেশমুখ্য, সুধীর সেন, অমলেন্দু গুহ, রণেন্দ্রনাথ দেব, বিজনকৃষ্ণ চৌধুরী, সলিলকৃষ্ণ দেববর্মন, অনুরূপা বিশ্বাস, বীরেন্দ্রনাথ রক্ষিত, বিমল চৌধুরী, শক্তিপদ ব্রহ্মচারী, ব্রজেন্দ্রকুমার সিংহ, বিজিৎকুমার ভট্টাচার্য, উদয়ন ঘোষ, কল্যাণব্রত চক্রবর্তী, পীযূষ রাউত, প্রদীপবিকাশ রায়, রমানাথ ভট্টাচার্য, ঊর্ধ্বেন্দু দাশ, করুণাসিন্ধু দে, প্রদীপ চৌধুরী, রবীন্দ্র সরকার, শঙ্খপল্লব আদিত্য, রুচিরা শ্যাম, স্বপন সেনগুপ্ত, শান্তনু ঘোষ, পীযূষ ধর, রাতুল দেববর্মন, সুকুমার বাগচি, তপোধীর ভট্টাচার্য, রণজিৎ দাশ, হিমাদ্রি দেব, দিলীপকান্তি লস্কর, মনোতোষ চক্রবর্তী, সন্তোষ রায়, কিশোররঞ্জন দে, দিলীপ দাস, নকুল রায়, রামেশ্বর ভট্টাচার্য, সেলিম মোস্তাফা, কাব্যশ্রী বকসি ভট্টাচার্য, সমরজিৎ সিংহ, তীর্থংকর দাশ পুরকায়স্থ, শিপ্রা দাস, শুভেশ চৌধুরী, সুবিনয় দাশ, তপন মহন্ত, দেবাশিস তরফদার, কৃত্তিবাস চক্রবর্তী, মিলনকান্তি দত্ত, শংকরজ্যোতি দেব, মাধব বণিক, অমিতাভ দেব চৌধুরী, শেলী দাস চৌধুরী, সঞ্জয় চক্রবর্তী, দীপিকা বিশ্বাস, সমর দেব, সুব্রত চৌধুরী, তিমির দে, পল্লব ভট্টাচার্য, বিকাশ সরকার, বিশ্বজিৎ দেব, অনিতা দাস ট্যান্ডন, তপন রায়, আকবর আহমেদ, স্বাতী ইন্দু, চিরশ্রী দেবনাথ, শিবাশিস চট্টোপাধ্যায়, অশোক দেব, প্রদীপ মজুমদার, প্রবুদ্ধসুন্দর কর, স্বর্ণালি বিশ্বাস ভট্টাচার্য, সপ্তর্ষি বিশ্বাস, অভিজিৎ চক্রবর্তী, তমালশেখর দে, প্রীতি আচার্য, তমোজিৎ সাহা, চিন্ময়কুমার দাস, কল্লোল ভৌমিক, অপাংশু দেবনাথ, হারাধন বৈরাগী, অভীককুমার দে, নীলাদ্রি ভট্টাচার্য, রাজেশচন্দ্র দেবনাথ, অনুরাগ ভৌমিক, ধ্রুবজ্যোতি মজুমদার, সাধন বসাক, বিজয় ঘোষ, শঙ্খশুভ্র দেববর্মন, তুষারকান্তি সাহা, মধুমিতা নাথ, বিমলেন্দু ভৌমিক, সঞ্জয় ভট্টাচার্য, সমীর চক্রবর্তী, অনিতা দাস ট্যান্ডন, জয়া ঘটক, তাপস পাল, নীলদীপ চক্রবর্তী, দেবলীনা সেনগুপ্ত, দেবপ্রতিম দেব, কমলিকা মজুমদার, সুস্মিতা সাহা, সোমা দাস বৈদ্য, দেবাশ্রিতা চৌধুরী, তমা বর্মন, শ্রাবন্তী দাশ পুরকায়স্থ, প্রমোদরঞ্জন সাহা, অনিল দাশ পুরকায়স্থ, জীবন নাথ, সত্যেন চৌধুরী, মিহির সেনগুপ্ত, সুভাষ দে, অমিতাভ সেনগুপ্ত, শতদল আচার্য, সুমন পাটারী, অর্জুন দাস, কোলাজ রায়।
গল্প
অখিল দত্ত, অরিজিৎ চৌধুরী, অমিতাভ দেব চৌধুরী, অভিজিৎ চক্রবর্তী, কুমার অজিত দত্ত, কান্তারভূষণ নন্দী, জ্যোতির্ময় সেনগুপ্ত, ঝুমুর পান্ডে, তুষারকান্তি সাহা, দেবীপ্রসাদ সিংহ, দেবব্রত চৌধুরী, দীপংকর কর, পরিতোষ তালুকদার, বিজয়া দেব, বদরুজ্জামান চৌধুরী, বিকাশ সরকার, মিথিলেশ ভট্টাচার্য, মলয়কান্তি দে, মৃদুলকান্তি দে, রণবীর পুরকায়স্থ, শেখর দাশ, শর্মিলা দত্ত, সৌমিত্র বৈশ্য, সুব্রতকুমার রায়, সমর দেব, স্বপ্না ভট্টাচার্য, হিমাশিস ভট্টাচার্য, বনমালী গোস্বামী, মানবেন্দ্র ভট্টাচার্য, সৌমেন সেন, শঙ্কু চক্রবর্তী, কিশোররঞ্জন দে, দেবব্রত দেব, দীপক দেব, শ্যামল ভট্টাচার্য, পল্লব ভট্টাচার্য, ভীষ্মদেব ভট্টাচার্য, দুলাল ঘোষ, মীনাক্ষী সেন, সমরজিৎ সিংহ, সুনন্দা ভট্টাচার্য, হরিভূষণ পাল, ধীরাজ চক্রবর্তী, অর্পিতা বিশ্বাস, মেঘমালা দে মহন্ত, বিশ্বরাজ ভট্টাচার্য, শর্মিষ্ঠা চৌধুরী, মানবরতন মুখোপাধ্যায়, তুহিন বাগচি, মানস সিকদার।
উপন্যাস
নির্মলকুমার ঘোষ, বীরেন দত্ত, বিমল সিংহ, নৃপেন চক্রবর্তী, নন্দকুমার দেববর্মন, ভীষ্মদেব ভট্টাচার্য, সমরজিৎ সিংহ, দীপক দেব, অনুপ ভট্টাচার্য, প্রদীপ সরকার, কার্তিক লাহিড়ী, সত্যজিৎ দত্ত, বিশ্বজিৎ দেব, শ্যামল ভট্টাচার্য, দুলাল ঘোষ, জয়া গোয়ালা, মাধুরী লোধ, মীনাক্ষী সেন, দীপালি ভট্টাচার্য, কল্যাণী ভট্টাচার্য, টগর ভট্টাচার্য, সুনন্দা ভট্টাচার্য, মুকুল খাসনবীশ, দীপ্তি সেনগুপ্ত, শঙ্খশুভ্র দেববর্মন, পল্লব ভট্টাচার্য, শ্যামল বৈদ্য, ননী কর, হরিভূষণ পাল, কিশোররঞ্জন দে, মানসী চক্রবর্তী, গৌরী বর্মন, সোমা গঙ্গোপাধ্যায়, সুতপা দাস, দিব্যেন্দু নাথ, জহর দেবনাথ, শুভাশিস তলাপাত্র, প্রদীপ আচার্য, সুধাংশুবিকাশ সাহা, অশোক দেব, পৃথ্বীশ দত্ত, সুজয় রায়, বিমল চক্রবর্তী, হারাধন বৈরাগী, নির্মল চৌধুরী, গণেশ দে, অমিতাভ দেব চৌধুরী, রণবীর পুরকায়স্থ, ইমাদউদ্দিন বুলবুল, মানিক দাস, সমর দেব, বিকাশ সরকার, চিন্ময়কুমার দাস, কুমার অজিত দত্ত, শেখর দাশ, দেবীপ্রসাদ সিংহ, অঞ্জলি লাহিড়ী, কল্পনা রায়, বিজয়া দেব, ঝুমুর পান্ডে, রেণুকা বিশ্বাস, শ্যামশ্রী দাশগুপ্ত, প্রতিমা ভট্টাচার্য, উমা পুরকায়স্থ, শিবানী ভট্টাচার্য।
সমাজ-সাহিত্য বিষয়ক প্রবন্ধ
উষারঞ্জন ভট্টাচার্য, বাণীপ্রসন্ন মিশ্র, সুকুমার বাগচি, সুশান্ত কর, অমল গুপ্ত, বীরেশ্বর দাস, বিজয়া কর, প্রবুদ্ধসুন্দর কর, অশোক দেব, প্রশান্ত চক্রবর্তী, গোর্কি চক্রবর্তী।
না, এটা আমার পড়াপড়ির পূর্ণাঙ্গ তালিকা নয়, এই মুহূর্তে যেমন মনে এসেছে, লিখেছি। ‘উত্তর-পূর্বের বাংলা কবিতা’ আর ‘নির্বাচিত বাংলা ছোটগল্প : উত্তর-পূর্ব’ হাতের কাছেই আছে, নামোল্লেখে সাহায্য নিয়েছি। ত্রিপুরার গোবিন্দ ধর অনেক উপন্যাসের খোঁজ দিয়েছেন, তাঁকে বিশেষ কৃতজ্ঞতা না-জানালে ক্রুদ্ধ হতে পারেন, মনে হয়।
লিটল ম্যাগাজিন সম্পাদকদের তালিকা ইচ্ছে করেই বাদ দিলাম, না হলে উদয়ন বিশ্বাস, প্রসূন বর্মন, অখিল দত্ত, কান্তারভূষণ নন্দী, দিলীপ দাস, সঞ্জয় চক্রবর্তী, প্রশান্ত চক্রবর্তী, বিজিৎকুমার ভট্টাচার্য, শক্তিপদ ব্রহ্মচারী, উদয়ন ঘোষ, তপোধীর ভট্টাচার্য, মিথিলেশ ভট্টাচার্য, গৌতম মিত্র প্রমুখের স্বতন্ত্র তালিকা করতে হত, যা এই মুহূর্তে সম্ভব নয়।
আর কার কার লেখালিখি পড়া বাকি থেকে গেল, জানাবেন অন্যরা, এই আশায় লিখলাম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.