Header Ads

৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ বাঙালি কল্যাণ পরিষদের

     বিপ্লব দেব, হাফলং, ২৬ আগস্টঃ ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে অনলাইনে বাঙালি কল্যাণ পরিষদ সঙ্গীত, নৃত্য ও যেমন খুশি সাজো প্রতিযোগিতার আয়োজন করেছিল ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে। ডিমা হাসাও জেলার স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ বাড়াতে এবং নিজেদের প্রতিভা তুলে ধরার লক্ষ্যেই বাঙালি কল্যাণ পরিষদের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

প্রতিযোগিতা শেষে বিচারক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটিংয়ের উপর ভিত্তি করে প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হয়েছে সৃষ্টি মোঙ্গরোতি,দ্বিতীয় অঞ্চালি হাফলংবার এবং তৃতীয় হয়েছে অস্মিতা পাল। সংগীতে বিচারকদের পছন্দে পুরস্কার পেয়েছে বাওসামী নুনিসা ও বিট্টু ঘোষ। নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মধুরিমা ঘোষ,দ্বিতীয় মানীষ হোমল,তৃতীয় অনুষ্কা দেব। নৃত্য প্রতিযোগিতায় বিচারকদের পছন্দে পুরস্কার পেয়েছেন সস্তিকা পাল ও রুচিতা চৌধুরী। তাছাড়া যেশন খুশি সাজো প্রতিযোগিতা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে যথাক্রমে অরনিম মজুমদার,সংস্কৃতি দত্ত,মৌনি নন্দী,রুদ্রাক্ষী ধর,সৃষ্টি দে ও অরিয়ান ফংলো। যেমন খুশি সাজো প্রতিযোগিতার বিচারকদের পছন্দে পুরস্কার পেয়েছে শ্রেয়সী দে ও উপাসনা সাহা। এদিকে প্রতিযোগিতায় বিজয়ীদের বাড়িতে গিয়ে বাঙালি কল্যাণ পরিষদের কর্মকর্তারা পুরস্কার ও শংসাপত্র দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.