Header Ads

অর্ধেক বিধায়ক, মন্ত্রীর উপস্থিতিতে বর্ষাকালীন বিধানসভার অধিবেশন



অমল গুপ্ত, গুয়াহাটি : করোনা সংক্রমনের কথা চিন্তা করে ৫০ শতাংশ বিধায়ক, মন্ত্রী, অফিসার নিয়ে আগামী ৩১ আগস্ট থেকে চার দিন বর্ষাকালীন বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে দর্শকদের অনুমতি দেওয়া হবে না। বিধানসভার প্রধান সচিব এম কে ডেকা জানান, কোভিড স্বাস্থ্য বিধি মেনে দূরত্ব বজায় রেখে বিধায়ক-মন্ত্রীরা বসবেন প্রবেশ মুখে স্যানিটাইজ, থার্মাল স্কিনিং-এর ব্যবস্থা থাকবে। প্রথম তিনদিন প্রশ্নোত্তর পর্ব থাকবে। আজ বিধানসভা রিপোটার্স কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।  সাংবাদিক গ্যালারিতে মাত্র ৩০টি আসন রাখা হয়েছে বলে সচিব হরেন বুড়াগোহাই জানান। সাংবাদিকদের জন্য বাইরে টিভি রাখার ব্যবস্থা হয়েছে। অধিবেশনের ভিডিও ফুটেজ দেখে সাংবাদিকদের রিপোর্টিং করার সুযোগ দেওয়া হবে। এই চারদিনের অধিবেশনে ৮ থেকে ৯টি বিভিন্ন বিল উত্থাপন করা হবে বলে পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.