আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড এর অনলাইন পরিষেবা চালু
সানি রায়, পাঁচগ্ৰাম : বর্তমানে Covid-19 এর প্রকোপ থাকায় আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড এর লালা ও হাইলাকান্দি উপসংমণ্ডলের অন্তর্গত প্রত্যেক গ্ৰাহকদের সংশ্লিষ্ট উপসংমণ্ডলের কার্যালয় গুলোর বিদ্যুৎ বিল পরিশোধের সময় জনসমাগম এড়াতে অনলাইন পরিষেবা যেমন- (পেটিএম, ফোনপে, গুগল পে, অ্যামাজন পে অথবা এপডিসিএল এর নিজস্ব আ্যপস "মাই বিজলি) ইত্যাদির মাধ্যমে বিল পরিশোধ করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া বিল পরিশোধ করার সময় যদি কোন ধরনের প্রক্রিয়াগত সমস্যা হয়, তবে, লালা উপসংমণ্ডলের তাপস রঞ্জন নাথের মোবাইল নং 9678711051 এবং হাইলাকান্দি উপসংমণ্ডলের বিশাল চন্দ মোবাইল নং 86383153114 এ যোগাযোগ করার জন্য জানান হাইলাকান্দি বিদ্যুৎ সংমণ্ডলের সহকারী মহাপ্রবন্ধক অরুণ পাল বলে জিলা জনসংযোগ সূত্রে খবরটি জানা গেছে।
কোন মন্তব্য নেই