Header Ads

মুখ খুললেই পজিটিভ' বরাক সফরে এসে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তের


সানি রায়, পাঁচগ্ৰাম : ' মুখ খুললেই  পজিটিভ' বরাক সফরে এসে কোভিড-১৯ নিয়ে এমনই বিস্ফোরক  মন্তব্য করলেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত।  উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের পজিটিভ শনাক্ত হওয়ার উদাহরণও কথা প্রসঙ্গে টেনে আনলেন।  জানা যায় আজ সকালে হাইলাকান্দির আবর্ত ভবনে উপস্থিত হয়ে জিলার সাংবাদিকদের নিয়ে বৈঠকে বসেন মহন্ত।  বৈঠকে উনার বরাক সফরে আসার মূল উদ্দেশ্যটি ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, বয়স ষাট বা ষাটোর্ধ্ব সমর্থকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের সুখ-দু:খ তথা তাদের শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল হওয়াই বরাক সফরে আসার উনার প্রধান লক্ষ্য বলে সাংবাদিকদের তিনি জানান।  সবমিলিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ও পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে হাইলাকান্দির সফর শেষ করে করিমগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত বলে খবরটি জানা যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.