Header Ads

এআইইউডিএফ কংগ্রেসে যোগ দিলে রাজীব ভবনের নাম হবে আজমল ভবন : হিমন্তবিশ্ব শর্মা



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : ২০২১ সালের বিধানসভার নির্বাচনের দেরি আছে  কে কোন দলের সঙ্গে সমঝোতা করবে তা চূড়ান্ত হয়নি। এর মধ্যে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে বিজেপি দলের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছে  এআইইউডিএফ-কংগ্রেস সমঝোতা হলে বিজেপি কিছুটা বিপদে পড়বে, সেই জন্য হয়তো স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এআইইউডিএফ প্রধান বদরুদ্দীন আজমলকে ক্রমাগত আক্রমণ করছেন। আজও আপত্তিকর মন্তব্য করে বলেন, রাজীব ভবনের নাম হবে বদরুদ্দীন আজমল ভবন এবার চিকেন-মাটনের সঙ্গে অন্য মাংস আসবে। তার এই সাম্প্রদায়িক মন্তব্যের কড়া নিন্দা করেছে কংগ্রেস। এদিকে, অগপ আগামী ২৭ তারিখ সাধারণ সভার আহবান করেছে আজকে সভাপতি অতুল বরা একথা জানান। আজকের সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহন্ত, বৃন্দাবন গোস্বামী,   পবিন্দ্র ডেকা উপস্থিত ছিলেন না। এই অনুপস্থিতি নিয়ে দলে ভিতরে জল্পনা শুরু হয়েছে। দুলু আহমেদের মতো কংগ্রেস দলের যুবনেতা অগপ দলে যোগ দেবে কংগ্রেস দলের উজ্জ্বল ভাবমূর্তির খুব কম নেতা আছেন ব্যাতিক্রম ছিলেন শুধু দুলু আহমেদ কংগ্রেসের রকিবুল হোসেনের সঙ্গে কাজিয়ার পরিণতিতে দল ছাড়ছেন দুলু আহমেদ এর ফলে অগপ লাভবান হবেঅপরদিকে, পরমানন্দ রাজবংশীও অগপ দলে যোগ দেবে বলে জানা গেছে। আজ যতীন বরার মত অভিনেতা কা বিরোধী আন্দোলন থেকে সরে এসে বিজেপিতে যোগ দেন। তিনি বলেন, আবেগের বশে আন্দোলনে যোগ দিয়েছিলেন, তার ভুল হয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.