Header Ads

১৫ আগস্ট থেকে লকডাউন প্রত্যাহার, মাসে সাতদিন করে লকডাউনের প্রস্তাব


অমল গুপ্ত, গুয়াহাটি : অসমে কোরোনা আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার অতিক্রম করে গেলেও গুয়াহাটি, যোরহাট প্রভৃতি জায়গায় কোরোনা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তবে কাছাড় ডিব্রুগড়, নগাঁও জেলাতে বেড়েই চলেছে। ১৫ আগস্টের পর রাজ্যে সংক্রমণের হার অনেক কমবে, সে দিকে চিন্তা করে ১৫ আগস্ট থেকে রাজ্যে লকডাউন প্রত্যাহার করার কথা ভাবছে বলে এক  সংবাদ  সূত্রে জানা গেল। সেপ্টেম্বর মাস থেকে মাসে সাতদিন লকডাউন করা হবে। শনি-রবিবার লকডাউন থাকবে না। দোকান-পাট  সব খুলবে ১৫ আগস্টের পর থেকে। তবে রাতের কারফিউ সন্ধ্যা ৭টার বদলে রাত ৯ টা থেকে বলবৎ করার কথা ভাবছে সরকার। তবে সবই নির্ভর করছে আগামী সাত দিনের  পরিস্থিতির উপর। দেশের অবস্থা ভালো নয়। দেশে আক্রান্তের সংখ্যা ২১ লক্ষ ছাড়িয়ে যেতে বসেছে, যা আমেরিকা, ব্রাজিল থেকেও বেশি বলা হচ্ছে। অসমে এপর্যন্ত মৃত্যু হয়েছে ১৩২ জনের। ভারতে ৪২ হাজার ছাড়িয়ে গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.