Header Ads

কোভিড রোগীদের ছবি বা ভিডিও গ্ৰাফি না করার অনুরোধ ডাঃ স্বপন দাসের

নয়া ঠাহর প্রতিবেদন, বদরপু্র : কোভিড রোগীদের ছবি না তুলতে চিত্রসাংবাদিক ও ভিডিওগ্ৰাফারদের বদরপুরঘাট সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে অনুরোধ জানালেন সভাপতি ডাঃ স্বপন দাস। জানা যায়, বৃহস্পতিবার বদরপুরঘাটের এক রোগীকে করোনা সন্দেহে হাসপাতালে নেওয়ার সময় এক ওয়েব পোর্টালের সাংবাদিক মোবাইলে ভিডিওগ্ৰাফি করতে চাইলে স্থানীয়রা তাকে বাধা দেন। এনিয়ে কথা কাটাকাটিও হয়। যদিও ঘটনা বেশি গড়ায়নি, তবে ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেটা আন্দাজ করে সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে ডাঃ স্বপন দাস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদকর্মীদের এই ধরনের আক্রান্তদের ছবি তোলা ও ভিডিওগ্ৰাফি না করার অনুরোধ জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.