Header Ads

করোনায় আক্ৰান্ত কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰ মন্ত্ৰী অমিত শাহ

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ২ আগস্টঃ কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰ মন্ত্ৰী অমিত শাহ করোনায় আক্ৰান্ত হলেন। নিজের টুইটার হ্যান্ডেলে করোনা আক্ৰান্তের কথা তিনি জানিয়েছেন। 

 ছবি, সৌঃ ইন্টারনেট


রবিবার বিকেল ৫ টা নাগাদ টুইটে শাহ লিখেছেন যে তাঁর শরীরে কিছু উপসৰ্গ দেখা গিয়েছিল। তারপরই তিনি টেস্ট করান। তাতে রিপোৰ্ট পজিটিভ আসে। ডাক্তারের পরামৰ্শ মতে তিনি হাসপাতালে ভৰ্তি হচ্ছেন। পাশাপাশি গত কিছুদিনে তাঁর সংস্পৰ্শে যাঁরা এসেছেন সকলকেই আইসোলেট থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

আগামী ৫ আগস্ট রামমন্দিরের ভূমি পূজন অনুষ্ঠানে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর সঙ্গে তাঁর উপস্থিত থাকার কথা ছিল। এবার তাঁর শরীরে কোভিডের উপস্থিতি ধরা পড়ায় স্বাভাবিকভাবেই তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন  না। অমিতের শরীরে কোভিডের উপস্থিতি ধরা পড়ায় এবার সরকারের উচ্চস্তরেও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
দেশে এখনও পৰ্যন্ত ১৭ লক্ষের বেশি মানুষ অতিমারি করোনায় আক্ৰান্ত হয়েছেন। গত দুদিনে আক্ৰান্তের সংখ্যা এক লক্ষ । 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.