Header Ads

৫০ শতাংশ বিধায়ক, কর্মী নিয়ে বিধানসভা বসছে, করোনা সংক্রমণের শিকার বিধায়করা গরহাজির থাকবেন


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে বিধানসভার চার দিনের অধিবেশন শুরু  হচ্ছে। কোরোনা সংক্রমণে প্রেক্ষিতে বিধায়ক, মন্ত্রী, সাংবাদিক, কর্মচারীদের কোভিড টেস্ট করা হয় ২৪ জন সাংসদ, বিধায়ক কোরোনা পজিটিভ,  প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ কোরোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছেন। জন বিধায়ক, আক্রান্তবিধানসভাতে ৫০ শতাংশ মন্ত্রী বিধায়ককে বিধানসভা চালানো হবে বলে প্রধান সচিব মৃগেন্দ্র কুমার ডেকা জানিয়েছেন। এবার দর্শক গ্যালারিতে কাউকে অনুমতি দেওয়া হবে না। জাতীয় নাগরিক পঞ্জি আজ একবছর পূর্ণ হলবিধানসভাতে বিষয়টি নিয়ে বিরোধীরা সোচ্চার হতে পারে। ১৯ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়লোআজ পর্যন্ত তারা বিদেশি হয়ে থেকে গেল রিজেকসন স্লিপ পেলো না। তা নিয়ে বিদেশি ট্রাইব্যুনালে গিয়ে নাগরিকত্বের দাবি পেশ করতে হবে, তা কবে হবে? আজ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী বলেছেন, তারা বাংলাদেশের সীমান্তে ২০ শতাংশ এবং অন্যান্য জেলাতে ১০ শতাংশ রিভিউ করার নির্দেশ দিয়েছিলেনকিন্তু মুখ্য সমন্বয়ক প্রতীক হাজালা মানেননিসুপ্রিমকোর্ট ১০ শতাংশ রিভিউ করার কথা বলেছিল, আজও কিছুই হলো না। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিজেকসন স্লিপ দেওয়া হবে না, তা স্পষ্ট হয়ে গেল। ১৯ লক্ষ বিদেশি হয়ে ঝুলবে? ১৬০০ কোটি টাকা খরচ করে ভারতীয়কে বিদেশি করা হলবিধানসভা বিষয়টি নিয়ে উত্তাল হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.