Header Ads

সুইজারল্যান্ডের প্রযুক্তি ব্যবহার করে দেশে প্রথম নদীর ওপর রোপওয়ে চালু হল গুয়াহাটিতে

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশে পাহাড়ের মাঝে রোপওয়ে আছে কিন্তু ব্রহ্মপুত্র নদের মতো বিশাল নদ অতিক্রম করার জন্যে দেশে এই প্রথম রোপওয়ে চালু হল। গুয়াহাটির প্রাকৃতিক সৌন্দর্যের মাথায় নতুন পালক, গুয়াহাটি থেকে উত্তর গুয়াহাটি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রোপওয়ে অতিক্রম করতে সময় লাগবে মাত্র ৮ মিনিট। একটি ট্রলিতে ১৫ জন যাত্রী যেতে পারবে। টিকিট ধরা হয়েছে ৬০ টাকা, যাতায়াত করতে লাগবে ১০০ টাকা। সুইজারল্যান্ডের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে ২০০-র বেশি সি সি ক্যামেরা বসানো হয়েছে। উদ্ধারকারী ভ্যান থাকবে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এবং গুয়াহাটি উন্নয়ন মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য অনুষ্ঠিকভাবে এই প্রকল্পের সূচনা করেন। হিমন্ত বলেন, গুয়াহাটি মহানগরের সার্বিক উন্নয়নে সরকার অতিরিক্ত ৯টি উড়াল পুল তৈরি করবে। গণেশগুড়ির উড়ালপুল দুর্গা পূজোর আগে এবং দিসপুর সুপার মার্কেটের উড়াল পুল বিহুর আগে শুরু করা হবে। এপ্রিল মাস থেকে পুরোদমে কাজ চলবে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই রোপওয়ে চলবে। করোনা উদ্ভূত পরিস্থিতিতে সব যাত্রীকে মাস্ক পড়তে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। পর্যটকদের জন্যে আরও ভালো খবর,  আগামী ১ অক্টোবর থেকে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান খুলে দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.